আপন আলোয় ২৮
2021-08-06 18:58:56

আপন আলোয় ২৮_fororder_wenhua1

এ পর্বে থাকছে

১. বিশেষ প্রতিবেদন: চীনে রবীন্দ্রচর্চা

২. অন্তরঙ্গ আলাপন: ড. মানবেন্দ্র মুখোপাধ্যায়, অধ্যাপক, বাংলা বিভাগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ও মুখ্য সমন্বয়ক, বাংলাদেশ ভবন, শান্তিনিকেতন

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

চীনে রবীন্দ্রচর্চা

আপন আলোয় ২৮_fororder_wenhua11

ছবি: ১৯২৪ সালে পিকিং বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে চীনে রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাচীনকাল থেকে চীনের সঙ্গে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠির যোগাযোগ থাকলেও আধুনিক যুগে বাংলা ভাষা ও চীনাভাষার মধ্যে যোগসূত্র স্থাপনের অন্যতম প্রধান স্থপতি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ দু’বার চীন সফর করেন। ১৯২৪ সালে প্রথম চীন সফরের সময় তিনি কয়েক মাস সেখানে অবস্থান করেন। ১৯২৮ সালে চীন সফরে তিনি কিছু বক্তৃতা করেন।

রবীন্দ্রনাথের চীন সফরের সময় থেকেই চীনে রবীন্দ্রনাথ জনপ্রিয়তা পান এবং সেখানে রবীন্দ্রচর্চা শুরু হয়। চীনে রবীন্দ্রনাথ থাইকার বা ঠাকুর নামে বেশি পরিচিত।

চীনা ভাষায় রবীন্দ্রনাথের অনেক লেখা অনুবাদ করা হয়েছে বিভিন্ন সময়ে। তবে প্রথমদিকের অনুবাদগুলো বেশিরভাগ সময়ই হয়েছে ইংরেজি থেকে চীনাভাষায়। বাংলা থেকে সরাসরি চীনাভাষায় রবীন্দ্র রচনাবলী অনুবাদ হয়ে প্রকাশিত হয় ২০১৬ সালে। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ, সিনহুয়া নিউজ এজেন্সি, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, পিপলস লিবারেশন আর্মি এবং সেন্ট্রাল কমিউনিস্ট পার্টি স্কুলের সম্মিলিত উদ্যোগে এই বিশাল কর্মযজ্ঞ চলে পাঁচ বছর ধরে।

প্রোফেসর দং ইউচেন, প্রোফেসর পাই খাই ইউয়ানসহ নবীণ প্রবীণ সদস্যদের সমন্বয়ে এক দল চীনাভাষী এবং সিআর আইয়ের বাঙালি কর্মীদের পরিশ্রমের ফসল চীনাভাষায় অনুদিত রবীন্দ্র রচনাবলী।

চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রচর্চা হয়। বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ রয়েছে সেখানে রবীন্দ্র চর্চা চলছে।

পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল রবীন্দ্রনাথের রাজারাণী, বসন্ত, চিত্রাঙ্গদাসহ বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই নাটকগুলো মঞ্চস্থ হয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক প্রোফেসর ওয়েই লিমিংয়ের উদ্যোগে রবীন্দ্র রিসার্চ একাডেমি নামে একটি প্রতিষ্ঠানও বেইজিংয়ে স্থাপিত হয়েছে।

-শান্তা মারিয়া

 

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

অন্তরঙ্গ আলাপন

যতদিন যাচ্ছে রবীন্দ্রনাথ ততই আমাদের কাছে জীবন্ত হয়ে উঠছেন: ড. মানবেন্দ্র মুখোপাধ্যায়

আপন আলোয় ২৮_fororder_wenhua111

ছবি: ড. মানবেন্দ্র মুখোপাধ্যায়

 

ব্যক্তিগতভাবে আমি মনে করি, রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তিত্ব যিনি অতি-জীবিত। ৮০ বছর আগে তাঁর প্রয়াণ হয়েছে বটে, কিন্তু আসলে যতদিন যাচ্ছে ততই তিনি যেন আমাদের কাছে জীবন্ত হয়ে উঠছেন। আমরা প্রতিমুহূর্তে সেটা উপলব্ধি করি।

জাতীয়তার বিষয়ে যখন খুব আগ্রাসী একটা চেহারা আমরা দেখি, তখন রবীন্দ্রনাথের কথা খুব মনে পড়ে। কিংবা চারিদিকে যখন হিংসা-বিদ্বেষ এ সমস্ত দেখি, তখন রবীন্দ্রনাথের কথা মনে পড়ে। নানাভাবে রবীন্দ্রনাথকে আমরা আমাদের সময়ের সঙ্গে লগ্ন করে যাচ্ছি। প্রতিনিয়তই রবীন্দ্রনাথ আমার কাছে নিত্য-নতুনভাবে গৃহীত হন।

রবীন্দ্র-প্রয়াণ দিবসে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এভাবে কবিকে স্মরণ করলেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক ও শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়ক ড. মানবেন্দ্র মুখোপাধ্যায়। বললেন বাংলাদেশ ভবনের কার্যক্রম সম্পর্কেও।

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।

 

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

 

প্রতিবেদন: শান্তা মারিয়া

 

ছবি ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।