যতদিন যাচ্ছে রবীন্দ্রনাথ ততই আমাদের কাছে জীবন্ত হয়ে উঠছেন: ড. মানবেন্দ্র মুখোপাধ্যায়
2021-08-06 19:02:23

যতদিন যাচ্ছে রবীন্দ্রনাথ ততই আমাদের কাছে জীবন্ত হয়ে উঠছেন: ড. মানবেন্দ্র মুখোপাধ্যায়_fororder_wenhua111

ছবি: ড. মানবেন্দ্র মুখোপাধ্যায়

ব্যক্তিগতভাবে আমি মনে করি, রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তিত্ব যিনি অতি-জীবিত। ৮০ বছর আগে তাঁর প্রয়াণ হয়েছে বটে, কিন্তু আসলে যতদিন যাচ্ছে ততই তিনি যেন আমাদের কাছে জীবন্ত হয়ে উঠছেন। আমরা প্রতিমুহূর্তে সেটা উপলব্ধি করি।

জাতীয়তার বিষয়ে যখন খুব আগ্রাসী একটা চেহারা আমরা দেখি, তখন রবীন্দ্রনাথের কথা খুব মনে পড়ে। কিংবা চারিদিকে যখন হিংসা-বিদ্বেষ এ সমস্ত দেখি, তখন রবীন্দ্রনাথের কথা মনে পড়ে। নানাভাবে রবীন্দ্রনাথকে আমরা আমাদের সময়ের সঙ্গে লগ্ন করে যাচ্ছি। প্রতিনিয়তই রবীন্দ্রনাথ আমার কাছে নিত্য-নতুনভাবে গৃহীত হন।

রবীন্দ্র-প্রয়াণ দিবসে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এভাবে কবিকে স্মরণ করলেন বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক ও শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়ক ড. মানবেন্দ্র মুখোপাধ্যায়। বললেন বাংলাদেশ ভবনের কার্যক্রম সম্পর্কেও।

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।