কফি হাউসের আড্ডা চীনা সংস্কৃতি অনুরাগী নুজহাত ফারহানার ইউননান অভিজ্ঞতা
2021-08-06 17:22:05

কফি হাউসের আড্ডা চীনা সংস্কৃতি অনুরাগী নুজহাত ফারহানার ইউননান অভিজ্ঞতা_fororder_微信图片_20210803160358

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন মিস নুজহাত ফারহানা।

তিনি সম্প্রতি চীনের ইউননান বিশ্ববিদ্যালয় থেকে বিদেশি ভাষা হিসেবে চীনা ভাষা শেখানো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। চার বছরে তিনি খুনমিং শহরকে গভীরভাবে ভালবেসেছেন। তিনি চীনা সংস্কৃতির একজন গভীর অনুরাগীও বটে। উ শু অর্থাত চায়নিজ কুংফু এবং আনহু অঞ্চলের হুয়াংমেই অপেরা খুব পছন্দ করেন তিনি। নুজহাত চীনা বাদ্যযন্ত্র কুছেং বাজানো শিখছেন। তা ছাড়া তিনি ইউননান প্রদেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেছেন। পাশাপাশি, চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃহত্তম সংগঠন বি.সি.ওয়াই.এস.এ’র ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

কফি হাউসের আড্ডা চীনা সংস্কৃতি অনুরাগী নুজহাত ফারহানার ইউননান অভিজ্ঞতা_fororder_微信图片_20210803161751

চলুন, কথা বলি নুজহাত ফারহানার সঙ্গে।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)