চীনা দর্শনের সমৃদ্ধ সমাজ সিয়াওখং
তানজিদ বসুনিয়া, আগস্ট ৫: বিশ্ব অর্থনীতির পরাশক্তি চীন একসময় ছিলো দারিদ্রের যাতাকলে পিষ্ট। কিন্তু ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি অব চায়না -সিপিসির হাত ধরে অনটনের গ্লানি ঘুচিয়ে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে চীন।
বিশ্ব মানচিত্রের এমন কোন অংশ নেই যার সঙ্গে চীনের আর্থিক লেনদেন নেই। তব সমৃদ্ধির এ ধারায় আসতে বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরাশক্তি চীনকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ পথ। ভূমিকা রেখেছে সুনির্দিষ্ট পরিকল্পণা, দেশপ্রেম ও কঠোর পরিশ্রম।
এক সময় দারিদ্যের কষাঘাতে জর্জরিত চীন কীভাবে আজ বিশ্ব অর্থনৈতিক পরাশক্তি হলো? চীনা কমিউনিস্ট পার্টির হাত ধরে সব অনিশ্চয়তাকে দূরে ঠেলে কীভাবে চীন বিশ্বের দারিদ্র্য বিমোচনের রোল মডেল হলো?
এই অর্জনের পেছনে কাজ করেছে এক সুদূর প্রসারী ধারণা যাকে বলে ‘সিয়াওখাং’।
আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে প্রধান ভূমিকা পালন করেছে এই ‘সিয়াওখাং’ ধারনা।
এর অর্থ ‘সুখী সমৃদ্ধ এক সমাজ’। যেখানে কেউ দরিদ্র থাকবে না, থাকবে না অভাব কিংবা ক্ষুধার যন্ত্রণা। আবার থাকবে না প্রাচুর্যের বাড়াবাড়ি। মানুষের জীবনমানকে এমনই এক পর্যায়ে নিয়ে যাওয়ার নামই ‘সিয়াওখং’।
তাইতো নানা কর্মসূচির মাধ্যমে শুরুতেই দারিদ্র্য বিমোচন করে চীন।
এদিকে, এই অর্জনের পেছনের গল্প মানুষকে জানানোর উদ্যোগ নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় গণমাধ্যম ‘চায়না মিডিয়া গ্রুপ’। অভাব কে দূর ঠেলে দিয়ে চীনের বিশ্ব পরাশক্তি হওয়ার গল্প তুলে ধরা হবে পাঁচ পর্বের এই প্রামাণ্য চিত্রে।