দ্য ওয়ান ম্যান অলিম্পিকস বা দ্য ওয়ান
2021-08-05 21:32:24

সময় কাল ১৯৩২। শাংহাই বন্দরে খুব জাঁকজমকপূর্ণ আয়োজন। দশম অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী চীনের একমাত্র প্রতিনিধিকে এক নজর দেখার জন্য ভিড় করেছে জনতা। 
 
জাহাজের ডেকে দাঁড়িয়ে তাঁর ওপর ভরসা রাখা স্বদেশীয়দের দেখে ছাং ছুনের মনে নাড়া হৃদয়ের গহীনে। স্মৃতিচারণ করতে শুরু করলেন তার শুরুর গল্পটা।
১৯৩১ সালে তিনি তোং পেইচিং ইউনির্ভাসিটির ছাত্র। 
জাপানের একজন ক্রিড়াবিদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন হন। কিন্তু তিনি প্রশিক্ষণ নেয়ার সময় দৌড়ের কৌশল লংঘন করেছেন। ইউনির্ভাসিটিতে ফিরে যাওয়ার পথে এই প্রতিযোগিতা নিয়ে যখন তিনি তার জার্মান কোচের সাথে আলোচনা করছিলেন তখন  দৌড়ের এই প্রযুক্তি নিয়ে তার সাথে  বাদ প্রতিবাদ হয়। তাদের ঝগড়া এমন পর্যায় পৌছে যে, চীন-জাপান যুদ্ধ শুরু হয়েছে। 

পরবর্তীতে তাদের ঝামেলার কারনে  লিউ ছাং ছুন সেখানে তার প্রশিক্ষণ ও পোড়াশোনা ত্যাগ করতে বাধ্য হন। 
জার্মান প্রশিক্ষকের কাছ থেকে বিদায় নেয়ার সময় প্রশিক্ষকের কথা শুনে ছাং ছুনের মনে অলিম্পিক গেমসের প্রতি আকাঙ্খার সৃষ্টি হয়।
ছাং ছুন ফিরে আসেন তার মাতৃভূমিতে। জাপানীদের উত্তর পূর্ব চীনের সার্বিক দখল স্বচোখে দেখেন তিনি। চীন সরকার তখন অলিম্পিক গেমসে অংশ নেয়ার আবেদন প্রত্যাখ্যান করেন ।কিন্তু  স্ত্রী চিয়াং সিউ চেনের সমর্থনে ছাং ছুন নিজের স্প্রিন্ট প্রশিক্ষণ অব্যাহত রাখেন। 
তখন বিশ্বের ম্যানচুরিয়াকে স্বীকৃতি দেয়া নিয়ে জাপানের ষড়যন্ত্র চলছিল। যার কালো ছায়া পড়েছে ছাং ছুনের উপর। তখনকার জাপানী পুলিশ ম্যানচুরিয়ার প্রতিনিধিত্ব করে অলিম্পিকে ছাং ছুন কে অংশ গ্রহন করতে বলপ্রয়োগ শুরু করে।কিন্তু ছাং ছুন তার স্বদেশ সাথে বেঈমানি করেননি ।পরবর্তীতে অনেক প্রচেষ্টার মাধ্যমে তিনি জাপানী সামরিক পুলিশের  থাবা থেকে মুক্তি পান। 

চীনের হয়ে প্রতিনিধিত্ব করে অলিম্পিকে অংশ গ্রহণের স্বপ্ন লালন করে পেইচিং শহরে যাওয়া জন্য ট্রেনে ওঠেন। 
কিন্তু পথিমধ্যে আসে নানান বাধাবিঘ্ন। সব বাঁধা অতিক্রম করে তিনি আসেন পেইচিংয়ে। কিন্তু তখন জাতীয় সরকার বাজেটের অভাব এই অজুহাতে তাঁর চীনের প্রতিনিধিত্ব করে অলিম্পিক গেমসে অংশ নেয়ার অনুরোধ প্রত্যাখ্যান করে। 
ছাংছুনের বন্ধুরা একজন জাপানী পুলিশের সাথে তার গ্রুপ ছবি দেখে তাঁরা মনে করতেন, ছাংছুন ম্যাঞ্চুরিয়ার প্রতিনিধিত্ব করে অলিম্পিক গেমসে অংশ নেবেন। 
নিজেকে প্রমাণ করতে এবং জাপানীদের ষড়যন্ত্র প্রতিহত করতে ছাং ছুন তখন  তোংপেই ইউনির্ভাসিটির সাবেক অধ্যক্ষ চাং সুই লিয়াংয়ের কাছে সাহায