ছয় বছরের আগে বেইজিং ২০২২ শীত্কালীন অলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতা অর্জন করে চীন। তার পর থেকে পুরোদমে চলতে থাকে তার আয়োজনের প্রস্তুতি। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে প্রায় সকল প্রস্তুতি । গত ৩০ জুলাই বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের আয়োজক কমিটি একটি সাংবাদিক সম্মেলনে এবারের অলিম্পিক গেমসের ভবন পরিকল্পনা, নকশা ও নির্মাণের বিস্তারিত তুলে ধরেন।
বেইজিং শীত্কালীন অলিম্পিক ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের মোট ৩৯টি ভবন রয়েছে। এর মধ্যে ১২টি প্রতিযোগিতার জন্য এবং ৩টি প্রশিক্ষণের জন্য।
বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস আয়োজক কমিটির পরিকল্পনা ও নির্মাণ বিভাগের প্রধান লিউ ইউয়ু মিন বলেন, গত বছরের শেষ দিকে ১২টি প্রতিযোগিতা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং বাকিগুলোর কাজ প্রায় শেষের দিকে এসেছে। ২০১৯-২০২০ সালে প্রতিটি ইভেন্টের আন্তর্জাতিক সংস্থা নিজ নিজ ইভেন্টের ভবন পরিদর্শন ও পরীক্ষা করেছে এবং ভবনের নির্মাণ কাজ নিয়ে উচ্চ পর্যায়ের প্রশংসা করেছে। চলতি বছরের প্রথমার্ধে বরফ ও তুষারের সব ইভেন্টের পরীক্ষা চালু হয়েছে এবং সব ভবন এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের সব ভবনের নকশা থেকে নির্মাণ পর্যন্ত প্রতিটি প্রক্রিয়ায় বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বেইজিং বিশ্বের প্রথম শহর যেখানে গ্রীষ্মকাল ও শীত্কালীন উভয় অলিম্পিক গেমস আয়োজিত হবে। ফলে এসব ভবনের মাধ্যমে দুটি অলিম্পিক গেমস যুক্ত হবে। ২০০৮ বেইজিং অলিম্পিক গেমসের ভবন সর্বোচ্চ পর্যায়ে পুনর্ব্যবহার করা হবে এবার। জানা গেছে, এবার শীত্কালীন অলিম্পিক গেমস ২০০৮ সালের ১০টি ভবন ও ৪টি জমি পুনরায় ব্যবহার করছে।
২০০৮ ছিল একটি গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। তাই এবারের শীত্কালীন অলিম্পিক গেমসের নতুন নির্মিত সব ভবন থ্রি-স্টার গ্রিন বিল্ডিং স্ট্যান্ডার্ডে তৈরি হয়েছে। আর বাকি পুরাতন ভবনগুলো টু-স্টার মানের।
২০২০ সালের শেষ দিকে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের সব ভবনে ১০০ শতাংশ গ্রীণ বিদ্যুত সরবরাহ হবে। তার মানে এখানে বায়ু এবং সৌর বিদ্যুৎ ব্যবহৃত হবে। বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসই বিশ্বের প্রথম অলিম্পিক- যেখানে সব গ্রীণ বিদ্যুত ব্যবহৃত হবে।
বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের জন্য ৮টি বরফ ভবন ও ১০টি বরফ ক্ষেত্র আছে। এর মধ্যে ৭টি ভবনের ৯টি ক্ষেত্রে পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়। এর মধ্যে আরও ৪টি ভবনে ব্যবহার করা হয় বিশ্বের সবচেয়ে উন্নত, পরিবেশবান্ধ ও সবচেয়ে শক্তি-সাশ্রয়ী হিমায়ন প্রযুক্তি।
অন্যদিকে, চাং চিয়া খোর তুষার প্রতিযোগিতা ভবনের নির্মাণেও পুনর্ব্যবহারযোগ্য সম্পদ ব্যবহার করা হয়েছে। প্রাকৃতিক পরিবেশকে সর্বাধিক পরিমাণে রক্ষার প্রচেষ্টা চালানো হয়েছে।
অলিম্পিক ভবনে দেখা যায় চীনের নানা ঐতিহ্যিক বৈশিষ্ট্য। ভবনের মাধ্যমে চীনের সংস্কৃতি ও ঐতিহ্যও প্রদর্শন করা হবে। কোন কোন ভবনের নিজস্ব ডাক নামও আছে। যেমন: স্কি জাম্প প্ল্যাটফর্মকে বলা হয় সুয়ে ফেই থিয়ান, স্লেজ কেন্দ্রকে বলা হয় স্যুয়ে ইউ লং এবং স্কী জাম্পিং কেন্দ্রকে বলা হয় স্যুয়ে রু ই ইত্যাদি। স্যুয়ে মানে তুষার এবং লং মানে ড্রাগন, রুই চীনের এক ধরনের ঐতিহ্যিক অলঙ্কার। আর এ কেন্দ্রের আকার দেখতে রুইয়ের মতো , তাই তার এ নাম।
জানা গেছে, বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের সব ভবন গেমসের পরও ব্যবহার করা হবে। আগেই এজন্য পরিকল্পনা তৈরি করা হয়েছে। গেমস শেষে ভবনের নতুন ব্যবহার ও ব্যবস্থাপনা হবে।
যেমন: জাতীয় স্কিটিং ভবনে পরবর্তীতে ব্যবহারের জন্য ১২ হাজার বর্গ মিটার বড় একটি বরফ ক্ষেত্র তৈরি করা হয় । স্কি জাম্প প্রতিযোগিতায় দিনের বেলায় অনুষ্ঠিত হবে। তবে পরবর্তীতে অনুষ্ঠানের জন্য অপসারণযোগ্য আলোর ব্যবস্থাও সেখানে স্থাপন করা হয়।
চাং চিয়া খোর ভবন ভবিষ্যতে ক্রীড়াবিদের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হবে এবং এর ভিত্তিতে ক্রীড়া সংস্কৃতি পর্যটন শিল্প উন্নয়ন হবে। শহরকে একটি ক্রীড়া শহরে রূপান্তরিত করা হবে।
ভবন ছাড়া অলিম্পিক গেমসের জন্য তৈরি অন্যান্য অবকাঠামোও ভবিষ্যতে সাধারণ মানুষের জীবনযাপনে আরও সুবিধা বয়ে আনবে।
যেমন: বিদ্যুত সরবরাহ চাং চিয়ে খো-বেইজিং নমনীয় ডিসি গ্রিড নেটওয়ার্ক প্রতি বছরে বেইজিংয়ে ১৪০০ কোটি কিলোওয়াট/ঘন্টা বিদ্যুত সরবরাহ করবে। তা বেইজিয়ের বার্ষিক বিদ্যুত ব্যবহারের পরিমাণের প্রায় দশ ভাগের এক ভাগ। তার মানে এ ব্যবস্থার মাধ্যমে প্রতি বছর বেইজিং ১৯ লাখ টন কয়লা সাশ্রয় করবে, ১২৮ লাখ টন কার্বন - ডাই – অক্সাইড নির্গমন হ্রাস করবে।
চাং চিয়ে খো-বেইজিংয়ের মধ্যে গ্রীণ ও নিম্ন কার্বন পরিবহন নেটওয়ার্কও আশপাশের বাসিন্দাদের জন্য সুবিধা সরবরাহ করবে।
বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস আয়োজক কমিটি দুটি অলিম্পিককে চমত্কারভাবে আয়োজনের জন্য প্রস্তুতি নিয়েছে। যেহেতে প্রতিবন্ধী গেমসও একই স্থাপনাসমূহে আযোজিত হবে, সেহেতু সব ভবন ও অলিম্পিক গ্রামে প্রতিবন্ধীদের উপযোগী স্থাপনাও নির্মিত হয়েছে। এ পর্যন্ত ভবন ও ক্রীড়াবিদ বসতিতে নতুন বা পুনর্নির্মিত হয়েছে ২২৭টি বাধা মুক্ত লিফট, ৪৯৬টি বাথরুম, ৮৬৩টি গেস্ট রুম, ৪৫টি ড্রেসিং রুম, এবং ১৫২টি হুইলচেয়ারের ঢালু পথ। ফলে শীত্কালীন অলিম্পিক ও প্রতিবন্ধী অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে বেইজিং ও চাং চিয়া খো দুটি শহরের আরো প্রতিবন্ধী বান্ধব হয়ে ওঠবে। (শিশির/এনাম/রুবি)