‘কালো ও সাদার মধ্যে’
2021-08-04 14:02:26

‘কালো ও সাদার মধ্যে’_fororder_fan

ফান ই ছেন ১৯৭৮ সালের ৩ নভেম্বর চীনের তাইওয়ান প্রদেশের তাইতুং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের আমেই জাতির মানুষ। তিনি তাইওয়ানের পপ সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী ও অভিনেতা।

 

২০০১ সালে ফান ই ছেন আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ২০০২ সালে তিনি 《I Believe》 গানটি গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। একই বছর তাঁর প্রথম অ্যালবাম ‘ফান ই ছেন’ প্রকাশিত হয় এবং তিনি এই অ্যালবাম নিয়ে ১৪তম তাইওয়ানের গোল্ডেন মেলোডি আওয়াডর্সের শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর মনোনয়ন পান।

 

বন্ধুরা, এখন শুনুন ফান ই ছেনের কণ্ঠে ‘কালো ও সাদার মধ্যে’। গানের কথায় বলা হয়: অন্ধকার রাতে, খালি রুমে, কম্পিউটার খুলে পুরো দিনটা আবার দেখি। সুর শোনার মুহূর্তে, তোমার লেখা স্পষ্ট হয়। ভালোবাসা শুধু প্রতিশ্রুতি নয়।

আচ্ছা, এখন শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ফান ই ছেনের গান ‘এখানে ভালোবাসা নেই’। গানের কথায় বলা হয়: তোমার চোখে, ভালোবাসা হারিয়ে যাচ্ছে, তোমার হাসি জমাট বাধে। তুমি কিছুই বলো না, আগের গভীর ভালোবাসা, কেন হারিয়ে যায়। হয়তো অভ্যাস হয়েছে, আমরা স্নেহ ভুলে গেছি। আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ফান ই ছেনের কণ্ঠে ‘প্রেমের চিঠি’। গানের কথাগুলো এমন: যখন দুই হাত শুকনো গাছের মত, এসব অক্ষর দেখে তখনকার স্নেহ মনে পড়ে। যখন ডাকপিয়ন হাজার দরজা পার হয়, এসব চিঠি ঘুরে আসার কারণ জানা যায়। আমি বিশ্বাস করি, সব কিছুর শুরু আছে, শেষও আছে। আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ফান ই ছেনের গান ‘তুমি আমাকে ভালোবাসো?’। গানের কথায় বলা হয়: তুমি ঠিক আমার পাশে বসে আছো, কেন হৃদয় অন্য জায়গায় চলে গেছে। তুমি আমাকে ভালোবাসো? তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি আমাকে ভালোবাসো? তোমার স্নেহ কি সত্যি? তুমি সত্যিই আমাকে ভালোবাসো?

আচ্ছা, শুনুন এই গানটি।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফান ই ছেন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)