অগাস্ট ৪: সারা বিশ্বে কোভিড-১৯ মহামারী পরিস্থিতির অব্যাহত অবনতি হচ্ছে। ভাইরাসের উত্স অনুসন্ধানের কাজ বিভ্রান্তি তৈরির অবস্থায় একটি খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তা হলো ইতালি ও নেদারল্যান্ডসের প্রভাবশালী পরীক্ষাগার স্বীকার করেছে যে, চীনে মহামারীর প্রকোপের আগে, অর্থাত্ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ইতালিতে সবার চোখের অগোচরে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিলো। আরো সন্দেহজনক বিষয় হলো আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানি বা এবিসি, সিএনএন ও দ্য টাইমস অব ইসরাইলসহ বেশ কয়েকটি তথ্যমাধ্যম গত বছর এক খবরে জানায় যে, ২০১৯ সালের নভেম্বর মাসে মার্কিন সামরিক পক্ষ ইসরাইল ও ন্যাটোর সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করেছিল এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছিল। গোয়েন্দা তথ্যে চীনের উহানের কথাও উল্লেখ করা হয়। আমরা জিজ্ঞাস করতে চাই যে, নভেল করোনাভাইরাস মহামারী প্রকোপের আগে মার্কিন গোয়েন্দা সংস্থা কীভাবে এ ভবিষ্যদ্বাণী করতে পারে? তথাকথিত পূর্বাভাসে চীনের কথাও উল্লেখ করা হয়েছে। বিষয়টি এত কাকতালীয় কেন?
‘রাশিয়া টুডে’ ওয়েবসাইটে বলা হয়, মার্কিন সামরিক পক্ষের এ গোয়েন্দা তথ্য অন্য একটি বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে। তা হলো মার্কিন সেনাবাহিনীর প্রতিনিধিদল ২০১৯ সালের অক্টোবরের মাঝামাঝি সময় বিশ্বের সেনাদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ভাইরাস নিয়ে উহানে পৌঁছায়। অন্য কথায় বলা যায়, মার্কিন গোয়েন্দা সংস্থা চীনে মহামারী প্রকোপের পূর্বাভাষ দেওয়ার একটি কারণ হলো- মার্কিন বাহিনী চীনে ভাইরাস পৌঁছে দিয়েছে। তাই, সেদেশটি নিজের মিত্রদের সতর্ক থাকার কথা মনে করিয়ে দেয়।