ফান মেই ছেন
2021-08-03 15:51:26

ফান মেই ছেন_fororder_01346876622

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন জনপ্রিয় গায়িকা ও সুরকারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো; তার নাম ফান মেই ছেন। তিনি শক্তিশালী ও বৈশিষ্ট্যময় কণ্ঠের জন্য পরিচিত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে ফান মেই ছেনের কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন তার খুব জনপ্রিয় একটি গান ‘তোমার জন্য সবকিছু করতে পারি’।গান ১

ফান মেই ছেন ১৯৬৯ সালে তাইওয়ান প্রদেশের পানছিয়াও শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার পরিবার খুব দরিদ্র ছিল। সংগীত পছন্দ করলেও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ ছিলনা;শুধু নিজে নিজে গান গাইতেন। ১৯৮৭ সালে ফান মেই ছেন তাইওয়ানের প্রথম তরুণ সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং রানার্স-আপ হন। প্রতিযোগিতার মাধ্যমে মানুষ তাকে চেনে। ফান মেই চেনও তার পেশাদার শিল্পীজীবন শুরু করেন।গান ২

১৯৮৮ সালে ফান মেই ছেন তার প্রথম অ্যালবাম ‘যাও না যাও না’ প্রকাশ করেন। সে সময়ে এই অ্যালবামটি তাইওয়ানে বেশ জনপ্রিয় হয় এবং ৩০ লাখরও বেশি কপি বিক্রি হয়। যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করে। ফান মেই ছেনও সে বছর তাইওয়ানের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার জয় করেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে ফান মেই ছেনের একটি জনপ্রিয় গান ‘আমি তোমাকে ভালোবাসলাম’।গান ৩

১৯৮৯ সালে ফান মেই ছেনের নতুন অ্যালবাম ‘তুমিই’ মুক্তি পায়। অ্যালবামটি টানা ৩০ সপ্তাহ তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় অ্যালবামের প্রথম স্থানে দখল করে। এই অ্যালবামের গান ‘আমি একটি বাড়ি চাই’ বেশ জনপ্রিয় হয়ে উঠে। গানটি তার নিজের বাস্তব অভিজ্ঞতা অনুসারে রচিত হয়েছে। গানে উষ্ণ বাড়ির প্রতি মানুষের প্রত্যাশা প্রকাশ পেয়েছে। গানটি অনেক মনোমুগ্ধকর। বন্ধুরা, শুনুন ফান মেই ছেনের জনপ্রিয় গান ‘আমি একটি বাড়ি চাই’।গান ৪

নিজে গান গাওয়ার পাশাপাশি ফান মেই ছেন অন্যান্য অনেক গায়কের জন্য গান রচনা করেছেন। ১৯৮৭ সালে তার রচিত গান ‘আফসোস’ গানটি শিল্পী ফান চি ওয়েইর প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। ১৯৯৩ সালে ফান মেই ছেন হংকংয়ের জনপ্রিয় গায়িকা কুয়াং মেই ইয়ুর সঙ্গে সহযোগিতা করেন এবং সাফল্য অর্জন করেন। বন্ধুরা, এখন শুনুন কুয়াং মেই ইয়ুনের জন্য রচিত ফান মেই ছেনের একটি সুন্দর গান ‘দুর্বল নারী’।গান ৫

বন্ধুরা, এবার আমরা শুনবো একটি জনপ্রিয় গান ‘ঠান্ডা বৃষ্টি’। গানটি চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে। এ গানটি শিল্পী তাও লি ত্য হুয়ার প্রতিনিধিত্বকারী একটি গান। যথারীতি গানটি রচনা করেছেন ফান মেই ছেন। বন্ধুরা, চলুন গানটি শুনি।গান ৬

গত শতাব্দীর ৯০ দশকে ফান মেই ছেন টানা অনেকগুলো অ্যালবাম প্রকাশ করেন। তাইওয়ান, হংকং, চীনের মূলভূখণ্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ইত্যাদি অঞ্চল ও দেশে অনেক সংগীত পুরস্কার পান তিনি। এখনও তিনি নতুন নতুন গান প্রকাশ করছেন। আর তার পুরানো গানও বেশ জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে ফান মেই ছেনের আরেকটি জনপ্রিয় গান ‘পরিবর্তনের জন্য আমকে ক্ষমা করুন’ শুনবো। আশা করি তার গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।