চীনের ডিজিটাল অর্থনীতি উন্নয়নের গতি বিশ্বে প্রথম স্থানে
2021-08-03 15:57:01

চীনের ডিজিটাল অর্থনীতি উন্নয়নের গতি বিশ্বে প্রথম স্থানে_fororder_d058ccbf6c81800a17ec68c153bed4f2838b470c

অগাস্ট ৩: দুই দিনব্যাপী ‘বিশ্ব ডিজিটাল অর্থনীতি সম্মেলন-২০২১’ গতকাল (সোমবার) বেইজিংয়ে শুরু হয়েছে। চীনের ডিজিটাল অর্থনীতি উন্নয়নের গতি বিশ্বের প্রথম স্থানে রয়েছে। ভবিষ্যতে চীনের ডিজিটাল অর্থনীতির উন্নয়ন আরো উন্মুক্ত হবে।

চীনের তথ্য ও টেলিযোগাযোগ গবেষণালয় সোমবার এবারের সম্মেলনের প্রধান ফোরামে ‘বিশ্ব ডিজিটাল অর্থনীতি শ্বেতপত্র’ প্রকাশ করেছে। শ্বেতপত্রে বলা হয়, ডিজিটাল উন্নয়ন নতুন শিল্প বিপ্লবের প্রধান শৈলী ও দিকে পরিণত হয়েছে। বিশ্বের ডিজিটাইজেশন প্রক্রিয়া দ্রুত উন্নত হচ্ছে। চীনের তথ্য ও যোগাযোগ গবেষণালয়ের প্রধান ইউ স্যিয়াও হুই বলেন, ডিজিটাল অর্থনীতি বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের গতি এনে দিয়েছে। ইউ বলেন,

চীনের ডিজিটাল অর্থনীতি উন্নয়নের গতি বিশ্বে প্রথম স্থানে_fororder_c75c10385343fbf25674265b53f52d8864388f87

আমাদের শ্বেতপত্রে ৪৭টি দেশের তথ্য সংযুক্ত করা হয়েছে। এতে পাঁচটি মহাদেশের প্রধান প্রতিনিধিত্বকারী দেশগুলো অন্তর্ভুক্ত হয়েছে। গত বছর এ ৪৭টি দেশের ডিজিটাল অর্থনীতি বৃদ্ধির পরিমাণ ২০১৯ সালের চেয়ে ৩ শতাংশ বেড়েছে। তবে, গত বছর এ ৪৭টি দেশের জিডিপি ২০১৯ সালের তুলনায় ২.৮ শতাংশ কম ছিল। এতে প্রতিফলিত হয় যে, ডিজিটাল অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ইউ স্যিয়াও হুই আরো বলেন, ডিজিটাল অর্থনীতি খাতে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম রাষ্ট্র। তবে, চীনের ডিজিটাল অর্থনীতি উন্নয়নের গতি বিশ্বে প্রথম স্থানে রয়েছে। ই বলেন,

চীনের ডিজিটাল অর্থনীতির পরিমাণ ৫.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা বিশ্বের দ্বিতীয় স্থানে আছে। তবে চীনের ডিজিটাল অর্থনীতি বৃদ্ধির গতি প্রায় ৯.৬ শতাংশ। এটি বিশ্বের প্রথম স্থানে রয়েছে। এতে প্রতিফলিত হয় যে, চীনের অর্থনৈতিক উন্নয়নের প্রযুক্তি ডিজিটাল অর্থনীতির প্রাণশক্তি ও চালিকাশক্তি।

চীনের ডিজিটাল অর্থনীতি উন্নয়নের গতি বিশ্বে প্রথম স্থানে_fororder_34fae6cd7b899e51bbd36924a62c3e3bc8950d31

ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের পাবলিক ব্যবস্থাপনা একাডিমির প্রধান জিয়াং স্যিয়াও জুয়ান মনে করেন, ত্রয়োদশ পাঁচসালা সময়ের চেয়ে চীনের চতুর্দশ পাঁচসালায় ডিজিটাল অর্থনীতির উন্নয়ন আরো উন্মুক্ত হয়েছে। তিনি বলেন,

ত্রয়োদশ পাঁচসালার সময় আমরা ভোক্তা প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল অর্থনীতি উন্নত করেছিলাম। চীনে ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা বিশ্বে বৃহত্তম। চীনে আসলে বিশ্বের বৃহত্তম ডিজিটাল বাজার আছে। তাহলে চতুর্দশ পাঁচসালার সময় চীন উত্পাদন খাতে আরো বেশি গুরুত্ব দেবে। তাই বিশ্বের শিল্প চেইন উন্নয়ন, প্রতিযোগিতার শক্তি জোরদার করা এবং আরো বিশ্বায়ন ও উন্মুক্ত ডিজিটাল শিল্প উন্নত করতে হবে।

জিয়াং স্যিয়াও জুয়ান বলেন, ডিজিটাল শিল্প একটি বিশ্বমুখী শিল্প। তিনি বলেন,

চীনের ডিজিটাল অর্থনীতি উন্নয়নের গতি বিশ্বে প্রথম স্থানে_fororder_7acb0a46f21fbe0940aebf5d81ebeb3b8644ad1f

গবেষণা ও উন্নয়নের বিশ্বায়ন, পরিকল্পনার বিশ্বায়ন, উত্পাদনের বিশ্বায়ন, পরিষেবার বিশ্বায়ন এবং গণপণ্যের বিশ্বায়ন দ্রুত উন্নত হচ্ছে।

বিশ্বের ডিজিটাল অর্থনীতির পিতা বলে পরিচিত ডন ট্যাপস্কট মনে করেন, ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলনে, বর্তমান ডিজিটাল অর্থনীতি ব্লকচেইনের মৌলিক ভূমিকার অবিচ্ছেদ্য অংশ। এটি মুদ্রা ও সিকিউরিটিজসহ উচ্চ মূল্যের জিনিসগুলোর নিরাপদ সরবরাহ নিশ্চিত করে। কিন্তু বর্তমান অনলাইন লেনদেনের মতো তৃতীয় পক্ষের গ্যারান্টির উপর নির্ভর করে না।

জানা গেছে, ২০২১ বিশ্ব ডিজিটাল অর্থনীতি সম্মেলনের উদ্দেশ্য ‘নব্যতাপ্রবর্তনের মাধ্যমে ডিজিটাল উন্নয়ন—বিশ্বের ডিজিটাল অর্থনীতির আদর্শ শহর গড়ে তোলা’। সম্মেলনে ফোরাম, ডিজিটাল অর্থনীতি অভিজ্ঞতা সপ্তাহ ও বিশ্ব ডিজিটাল অর্থনীতির নব্যতাপ্রবর্তনের প্রতিযোগিতা অন্তর্ভুক্ত হয়েছে। এবারের সম্মেলনের লক্ষ্য হলো ডিজিটাল অর্থনীতি উন্নয়নের নতুন পদ্ধতি, প্রযুক্তি, ব্যবস্থাপনা ও নীতি নিয়ে আলোচনা করা এবং বিশ্বের ডিজিটাল খাতের মানদণ্ড ও নিয়ম উন্নত করা।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)