ভাইরাসের উত্স অনুসন্ধানে রাজনীতিবিদদেরকে হস্তক্ষেপ না করার অনুরোধ জানান মিশরের রাজনীতিবিদ
2021-08-02 15:19:53

ভাইরাসের উত্স অনুসন্ধানে রাজনীতিবিদদেরকে হস্তক্ষেপ না করার অনুরোধ জানান মিশরের রাজনীতিবিদ_fororder___172.100.100.3_temp_9500033_1_9500033_1_1_88a238b3-70ca-42e8-aaf0-a9d3f00963cc.JPG

অগাস্ট ২: বিশ্বে কোভিড-১৯ মহামারী চলছে। পরিস্থিতি এখনও বেশ গুরুতর। দেশে দেশে মৃত্যু ও সংক্রমণের মিছিল অব্যাহত আছে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্য দেশগুলোর কিছু রাজনীতিবিদ কোভিড-১৯ মহামারীর উত্স অনুসন্ধান নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। তাঁরা চীনের বিরুদ্ধে দোষারোপ করে যাচ্ছেন। এ সম্পর্কে মিশরের জাতীয় প্রগতিশীল ইউনিয়নিস্ট পার্টির পলিট ব্যুরোর সদস্য এবং সমাজ ও অর্থনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক শেরিফ এম সামির ফায়াদ মনে করেন, আসলের দোষারোপ ও সন্দেহের মাধ্যমে ভাইরাসের উত্স অনুসন্ধান করা যায় না। এটি রাজনীতি করার বিষয় না। আজকের সংবাদ পর্যালোচনায় আমি এ বিষয়ে কথা বলবো।

ফায়াদ বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত কিছু পাশ্চাত্য দেশের রাজনীতিবিদ চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসলে নিজের স্বার্থ রক্ষা করতে চান। যেহেতু কোভিড-১৯ ছড়িয়ে পড়ার আগে পাশ্চাত্য দেশগুলোও আঞ্চলিক বিষয়ে চীনের বিরুদ্ধে অভদ্রভাবে দোষারোপ করেছিল; তাঁদের আসল উদ্দেশ্য চীনের উন্নয়ন বাধা দেওয়া। তিনি আরো বলেন,

তাদের ভাইরাসের উত্স অনুসন্ধানের পদ্ধতি এর আগে আঞ্চলিক বিষয় ও জাতিগত বিষয়ে চীনের বিরুদ্ধে দোষারোপের পদ্ধতি প্রায় এক। তাঁরা নিজের স্বার্থ রক্ষার জন্য যা ইচ্ছা তাই করেন। এমনকি ভাইরাস ব্যবহার করে নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করেন তারা। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পাশ্চাত্য দেশগুলো সত্য ঢেকে রাখা এবং মিথ্যা কথা বলার চেষ্টা করেন। এটি আসলে এক ধরণের রাজনৈতিক ভাইরাস।

ফায়াদ মনে করেন, ভাইরাসের উত্স অনুসন্ধান ও সংক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাইরাসের উত্স অনুসন্ধান প্রক্রিয়ায় সত্যকে সম্মান করতে হবে। ন্যায্যতা নিশ্চিত করার ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভাইরাসের উত্স অনুসন্ধানের স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষা করতে হবে। তিনি আরো বলেন,

যখন মানবজাতি মহামারীর সম্মুখীন হয়, তখন উত্স অনুসন্ধান করার চেষ্টা করতে হয়। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিজ্ঞানভিত্তিক গবেষণা করে উত্স অনুসন্ধান করতে হয়। বিশ্বের জনগণ দেখেছে এবং বুঝতে পেরেছে যে, যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্য দেশগুলো রাজনৈতিক কারণে চীনের বিরুদ্ধে দোষারোপ করছে এবং নিজের দোষ ঢাকার চেষ্টা করছে।

ফায়াদ বলেন, ন্যায্যতা ও সঠিক বিচার হলো বিশ্বের মানদণ্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর ভাইরাসের উত্স অনুসন্ধানের দ্বিতীয় দফায় চীনের ওপর গুরুত্ব দেয়। ফায়াদ এতে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, চীন ইতিবাচকভাবে আন্তর্জাতিক সহযোগিতা উন্নত করেছে এবং হু’র সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে। চীন বিদেশে মহামারী প্রতিরোধক সামগ্রী ও টিকা সহায়তা দিচ্ছে। এসব হলো বিশ্বের মহামারী প্রতিরোধের সহযোগিতায় ইতিবাচকভাবে চীনের অংশগ্রহণের প্রমাণ।

তিনি আরো বলেন, চীন বিশ্বের স্বাস্থ্যব্যবস্থা রক্ষায় বেশি অবদান রেখেছে। এতে প্রতিফলিত হয় যে, চীন হু’র উদ্যোগে আন্তর্জাতিক মহামারী প্রতিরোধের সহযোগিতাকে সম্মান করে। চীন নিজেকে ও বিশ্বকে সম্মান করে। মিশরের সঙ্গে টিকা উত্পাদনের সহযোগিতা করছে চীন। এটি শুধু মিশর নয়, বরং আফ্রিকার দেশগুলোর জন্য কল্যাণকর। মহামারী প্রতিরোধের সহযোগিতা প্রক্রিয়ায় চীন বরাবরই স্বচ্ছ নীতিতে অবিচল থেকে মতভেদ দূর করা ও আন্তর্জাতিক মহামারী প্রতিরোধে সহযোগিতা জোরদার করেছে। চীন বাস্তব পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক মহামারী প্রতিরোধের সহযোগিতায় অংশগ্রহণ করছে।

(ছাই/তৌহিদ/স্বর্ণা)