রোববারের আলাপন-এশিয়ার গণমাধ্যমে টোকিও অলিম্পিক গেমস
2021-08-01 19:47:26

আকাশ: বন্ধুরা, টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস গত ২৩ তারিখে জাপানের রাজধানীতে শুরু হয়েছে। সারা বিশ্বের তথ্যমাধ্যম এবারের এই আসরের ওপর নজর রাখছে। তাদের মতে, টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধন বিশ্বকে আশান্বিত করেছে। 

জাপানের সংবাদপত্র ইকোনমিক নিউজের খবরে বলা হয়, ২৩ জুলাই সন্ধ্যায় ৬৮,০০০ দর্শক ধারনক্ষমতাসম্পন্ন টোকিও জাতীয় স্টেডিয়ামে ছিল একেবারে ফাকা। আর আধুনিক অলিম্পিক গেমসের ইতিহাসে এই প্রথম দর্শক ছাড়া একেবারে শুন্য মাঠে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এবারের গেমস জাপানের ৪২টি স্টেডিয়াম ও মাঠে আয়োজিত হচ্ছে। এবারের গেমসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মহামারী প্রতিরোধ করা। 

দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ নিউজ এজেন্সির সংবাদে বলা হয়, ২৩ তারিখে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে “আমরা একা নয়” চেতনাকে জোরদার করা হয়। মহামারী ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বিশ্বকে এই চেতনা  আশা যুগিয়েছে। মহামারী প্রতিরোধ বিবেচনায় শুধু কিছু ক্রীড়াবিদ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। সংশ্লিষ্ট প্রতিরোধ বিধিমালা অনুসারে উদ্বোধনী অনুষ্ঠান বিভিন্ন দেশের ক্রীড়াবিদ দলের মধ্যে দুই মিটার দূরত্ব বজায় রাখা হয়। 

ইন্দোনেশিয়ার অনলাইন সংবাদ মাধ্যম ওকিজোনের এক প্রবন্ধে বলা হয়, এবারের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান প্রথমবারের মত দর্শক ছাড়া অনুষ্ঠিত হল। তবে জাপান বিশ্ববাসীকে একটি অসাধারন বহুজাতিক আসর উপহার দিয়েছে। 

ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির এক সংবাদে বলা হয়, এবারের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে করোনা মহামারীতে মৃতদের জন্য শোক প্রকাশ করা হয়। এটি অনেক হৃদয়গ্রাহী। 

মালয়েশিয়ার পত্রিকা ডেইলি নিউজের এক সংবাদে বলা হয়, যদিও টোকিও অলিম্পিক গেমস এক বছর দেরিতে শুরু হয়েছে, তার উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক ছিল না। মহামারীর সময়ে যখন আকাশে আতশবাজি ছড়িয়ে পড়ে, তখন বিশ্বের বিভিন্ন দেশের জনগণ অলিম্পিক গেমস ও অলিম্পিক চেতনায় অভিভূত ও উতসাহিত হন। 

এদিকে, টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদকটি জয় করেছেন চীনের নারী শুটার ইয়াং ছিয়ান। তিনি গত ২৪ জুলাই নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে চ্যাম্পিয়ন হন। 

২০০০ সালে ২১ বছর বয়সী ইয়ান ছিয়ানের জন্ম। খেলাধুলার পাশাপাশি তিনি লেখাপড়ায়ও ভালো। ২০১৭ সালে তিনি চীনের বিশ্ববিদ্যালয় ভর্তি-পরীক্ষায় খুবই ভালো করেন এবং চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় সিংহুয়া-তে ভর্তি হন।

এবারের চীনের অলিম্পিক প্রতিনিধি দলের সদস্য সংখ্যা মোট ৭৭৭ জন। এর মধ্যে খেলোয়াড় ৪৩১জন। তারা এবারের গেমসের ২২৫টি ইভেন্টে অংশগ্রহন করবেন। চীনের বাইরে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে এবারের চীনা প্রতিনিধি দলের সদস্য সংখ্যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।