উদ্যোক্তা মোহসিন ইমাম চৌধুরির সাক্ষাত্কার
2021-07-30 19:18:04

উদ্যোক্তা মোহসিন ইমাম চৌধুরির  সাক্ষাত্কার_fororder_微信图片_20210729150206

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’ আসরে আমার সাথে যোগ দিচ্ছেন উদ্যোক্তা মোহসিন ইমাম চৌধুরি। তিনি একজন বাঙালি শিল্পপতি। ২০০৩ সাল থেকে তিনি চীনের শেনচেনে বসবাস করছেন। ২০০৪ সালে নিজের ব্যবসা শুরু করেন। বর্তমানে বাংলাদেশে তার বিখ্যাত ব্র্যান্ড ‘ইমাম’ সুপরিচিত। ২০০৬ সালে তাঁর কোম্পানির দুটো কার্যালয় প্রতিষ্ঠিত হয়। একটা শেনচেনে আরেকটা হংকংয়ে। বর্তমানে তিনি শেনচেনে বাঙালি কমিউনিটির চেয়ারম্যান। ২০১৩ সাল থেকে তিনি নিজের মোবাইল পরিষেবার ব্যবসা শুরু করেন। এর সঙ্গে জড়িত ব্র্যান্ডের নাম হচ্ছে স্মাইল, ইমাম, জিও। তিনি চীন ও চীনা জনগণকে ভালোবাসেন। অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে খুব ভাল বন্ধুত্বপূর্ণ সহযোগিতা রয়েছে তাঁর। তিনি বলেন, চীন হচ্ছে তাঁর দ্বিতীয় জন্মস্থান। তো, চলুন তাঁর কথা শুনি।