ভিনগ্রহীদের সঙ্গে সাক্ষাৎ কিংবা পৃথিবী ও মঙ্গলের সংঘর্ষ_ এমন সব দৃশ্য দেখা যাচ্ছে কম্পিউটার পর্দায় অথবা এমন সব মাধ্যমে যেখানে ব্যবহার করা হয়েছে লেজার রশ্মি কিংবা সিলিকন ধরনের পদার্থ। এগুলো নতুন যুগের শিল্প মাধ্যম। একে বলা হয় ডিজিটাল আর্ট।
বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে যেন যোগাযোগের সেতু গড়ে তুলেছে ভিন্নতর মাধ্যমে সৃষ্টি করা এসব শিল্পকর্ম। এমন সব শিল্প কর্ম নিয়ে বেইজিংয়ে চলছে এশিয়ান ডিজিটাল আর্ট এক্সিবিশন। সাতটি দেশ ও অঞ্চলের শিল্পীদের ডিজিটাল আর্ট প্রদর্শিত হচ্ছে এই অভিনব শিল্প প্রদর্শনীতে।
বেইজিংয়ের টাইমস আর্ট মিউজিয়ামে ৬০টি নির্বাচিত শিল্পকর্মের এই প্রদর্শনীতে দর্শকরা অনুভব করছেন বর্তমান ও ভবিষ্যতের যোগসূত্র। এসব শিল্পে প্রযুক্তির ব্যবহার তো রয়েছেই, আরও আছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগও।
শিল্পীদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন ১১ বছর বয়সী স্কুল ছাত্র চাং জিচান। লেজার ও লাউডস্পিকার ব্যবহার করে তিনি তার শিল্প তৈরি করেছেন যেটির বিষয়বস্তু হলো পৃথিবীর সঙ্গে মঙ্গল গ্রহের সংঘর্ষ। শিশুদের কল্পনাশক্তি যে কত বিস্ময়কর তা এই শিল্পকর্ম দেখে দর্শকরা অনুধাবন করছেন।
ফাং হাওমিন, হুয়াং ইয়ুয়ে এবং লুও ইয়ুছাও নামের তিন তরুণ বন্ধু সৃষ্টি করেছেন ৯০ মিনিটের একটি ভিডিও। সেখানে রয়েছে শিল্পীর কল্পনায় নগরজীবন ও গ্রামজীবনের কিছু অনন্য চিত্রায়ণ।
এই প্রদর্শনী চলবে আগস্ট মাসের শেষ পর্যন্ত।
-শান্তা মারিয়া