বাবা অন্তরের মধ্যে গানকে একেবারে গেঁথে দিতেন: রাহাত আরা গীতি
2021-07-30 18:58:19

বাবা অন্তরের মধ্যে গানকে একেবারে গেঁথে দিতেন: রাহাত আরা গীতি_fororder_wenhua

এ পর্বে থাকছে

১. সাংস্কৃতিক প্রতিবেদন: ডিজিটাল আর্ট: শিল্পের নতুন মাধ্যম

২. অন্তরঙ্গ আলাপন: রাহাত আরা গীতি, নজরুলসংগীত শিল্পী

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

ডিজিটাল আর্ট: শিল্পের নতুন মাধ্যম

বাবা অন্তরের মধ্যে গানকে একেবারে গেঁথে দিতেন: রাহাত আরা গীতি_fororder_wenhua1

ভিনগ্রহীদের সঙ্গে সাক্ষাৎ কিংবা পৃথিবী ও মঙ্গলের সংঘর্ষ_ এমন সব দৃশ্য দেখা যাচ্ছে কম্পিউটার পর্দায় অথবা এমন সব মাধ্যমে যেখানে ব্যবহার করা হয়েছে লেজার রশ্মি কিংবা সিলিকন ধরনের পদার্থ। এগুলো নতুন যুগের শিল্প মাধ্যম। একে বলা হয় ডিজিটাল আর্ট।

বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে যেন যোগাযোগের সেতু গড়ে তুলেছে ভিন্নতর মাধ্যমে সৃষ্টি করা এসব শিল্পকর্ম। এমন সব শিল্প কর্ম নিয়ে বেইজিংয়ে চলছে এশিয়ান ডিজিটাল আর্ট এক্সিবিশন। সাতটি দেশ ও অঞ্চলের শিল্পীদের ডিজিটাল আর্ট প্রদর্শিত হচ্ছে এই অভিনব শিল্প প্রদর্শনীতে।

বেইজিংয়ের টাইমস আর্ট মিউজিয়ামে ৬০টি নির্বাচিত শিল্পকর্মের এই প্রদর্শনীতে দর্শকরা অনুভব করছেন বর্তমান ও ভবিষ্যতের যোগসূত্র। এসব শিল্পে প্রযুক্তির ব্যবহার তো রয়েছেই, আরও আছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগও।

বাবা অন্তরের মধ্যে গানকে একেবারে গেঁথে দিতেন: রাহাত আরা গীতি_fororder_wenhua2

শিল্পীদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন ১১ বছর বয়সী স্কুল ছাত্র চাং জিচান। লেজার ও লাউডস্পিকার ব্যবহার করে তিনি তার শিল্প তৈরি করেছেন যেটির বিষয়বস্তু হলো পৃথিবীর সঙ্গে মঙ্গল গ্রহের সংঘর্ষ। শিশুদের কল্পনাশক্তি যে কত বিস্ময়কর তা এই শিল্পকর্ম দেখে দর্শকরা অনুধাবন করছেন।

 

ফাং হাওমিন, হুয়াং ইয়ুয়ে এবং লুও ইয়ুছাও নামের তিন তরুণ বন্ধু সৃষ্টি করেছেন ৯০ মিনিটের একটি ভিডিও। সেখানে রয়েছে শিল্পীর কল্পনায় নগরজীবন ও গ্রামজীবনের কিছু অনন্য চিত্রায়ণ।

এই প্রদর্শনী চলবে আগস্ট মাসের শেষ পর্যন্ত।

-শান্তা মারিয়া

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

অন্তরঙ্গ আলাপন

বাবা অন্তরের মধ্যে গানকে একেবারে গেঁথে দিতেন: রাহাত আরা গীতি

বাবা অন্তরের মধ্যে গানকে একেবারে গেঁথে দিতেন: রাহাত আরা গীতি_fororder_wenhua3

ছবি: রাহাত আরা গীতি

আব্বা অনেক স্নেহ করে, আদর করে আমাদের গান শেখাতেন। কখনো কখনো বকাও দিতেন। অনেক সময় অভিমান করে হয়তো সরেও পড়েছি। আব্বা আবার আদর করে আমাদের কাছে ডেকে বসিয়েছেন। উনি একটা গানকে এতবার করে গাওয়াতেন যে একেবারে অন্তরের মধ্যে গেঁথে দিতেন!

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাবা প্রণম্য সঙ্গীতজ্ঞ সোহরাব হোসেনের স্মৃতিচারণ করলেন তাঁর মেয়ে বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী রাহাত আরা গীতি। শুনিয়েছেন বাবার গাওয়া নজরুলের বিখ্যাত কিছু গান। আরও শুনিয়েছেন কবি-প্রয়াণে বাবার লেখা ও সুর করা গান- আমার গানের সুরের পাখি হারায়ে ফেলেছি তাই...

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

প্রতিবেদন: শান্তা মারিয়া

ছবি ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।