যে-কারণে কোভিডের উত্স অনুসন্ধান যুক্তরাষ্ট্রেও করা উচিত (ভিডিও)
2021-07-29 16:43:34

জুলাই ২৯: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের একশ্রেণির রাজনীতিবিদ শুরু থেকেই কোভিড মহামারীর জন্য অন্যায়ভাবে চীনকে দোষ দিয়ে আসছে। চীনও গোড়া থেকেই এ ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গির সমালোচনা করছে। মার্কিন প্রশাসন কোভিডের উত্স চীনে বলে রায় দিচ্ছে, অথচ খোদ যুক্তরাষ্ট্রের জাতীয় গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, ২০১৯ সালের ডিসেম্বরের আগে সেদেশের ৫টি রাজ্যে কোভিড-১৯ ভাইরাস পাওয়া যায়!

জার্মানির হেসে রাজ্যের ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক বিভাগের সাবেক পরিচালক ডাক্তার মাইকেল বোর্চম্যান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত-প্রতিবেদনে বলা হয়েছে যে, ভাইরাসের উহানের ল্যাব থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। অথচ উহানে আবারও ভাইরাসের উত্স অনুসন্ধানের জন্য বলছে হু। অন্যদিকে, যুক্তরাষ্ট্র নিজের ফোর্ড ডেট্রিক ল্যাবে অনুসন্ধান চালাতে দিতে রাজি নয়! এসব থেকে প্রমাণিত হয়েছে যে, রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র হু’কে চাপ দিচ্ছে এবং হু-ও সে চাপে নতিস্বীকার করেছে। অথচ প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুসারে, যুক্তরাষ্ট্রেই এখন ভাইরাসের উত্স অনুসন্ধান করা উচিত। দেখুন এসংক্রান্ত একটি ভিডিও।  

(ইয়াং/আলিম/ছাই)