গ্রীষ্মকাল বাতাস
2021-07-29 11:20:52

ছি লি সিয়াং_fororder_src=http___img.zcool.cn_community_01b0a55921909cb5b3086ed4538ffa@1280w_1l_2o_100sh&refer=http___img.zcool

বন্ধুরা, গ্রীষ্মকালের কথা উঠলে আপনার কি মনে হয়? আপনি গ্রীষ্মকাল সংক্রান্ত কোনো গানের কথা বলতে পারেন কি? বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা গ্রীষ্মকাল নিয়ে কিছু সুন্দর চীনা গান শুনবো। এসব গান চীনে বেশ জনপ্রিয়। আশা করি আপনারা গানগুলো পছন্দ করবেন।

অনুষ্ঠানের শুরুতে আমরা একসঙ্গে শুনবো চীনের বিখ্যাত গায়ক চৌ চিয়ে লুনের একটি সুন্দর গান ‘ছি লি সিয়াং’ বা ‘daphne odera’। গানটি ২০০৪ সালে প্রকাশিত হয় এবং সে বছরের শ্রেষ্ঠ সুরকার, সবচেয়ে জনপ্রিয় গান, বার্ষিক শ্রেষ্ঠ গানসহ অনেক পুরষ্কার পেয়েছে। গানটি চীনে ব্যাপক জনপ্রিয়। যদি গ্রীষ্মকাল সম্পর্কিত গানের কথা উল্লেখ করে, অনেক চীনা মানুষ প্রথমে এই গানের কথা ভাবে। গানে কবিতার মতো সুন্দর ভাষা দিয়ে একটি প্রেমের গল্প বলা হয়। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ১

‘ছি লি সিয়াং’ শুনে আপনার কেমন লাগল? এবারের গানে আমরা শুনবো চীনের তাইওয়ানের জনপ্রিয় গায়ক লিয়াং চিং রু’র একটি সুন্দর গান ‘নিং সিয়া’। গানের নামের বিশেষ অর্থ আছে। ‘নিং সিয়া’ চীনের হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল। এই অঞ্চল পীত-মাটির মালভূমিতে অবস্থিত। হলুদ মাটি, সবুজ গাছ ও নীল আকাশ মিলিয়ে নিংসিয়ার দৃশ্য বেশ সুন্দর। ‘নিং সিয়া’র অন্য একটি অর্থ হল ‘শান্ত গ্রীষ্মকাল’। গায়ক নিংসিয়া অঞ্চলের সুন্দর দৃশ্য দেখে এই গানটি রচনা করেছেন। গানটি চীনেও ব্যাপক জনপ্রিয়। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ২

বন্ধুরা, এবার আমরা শুনবো এর নাম ‘Life Like Summer Flowers’, গেয়েছেন চীনা গায়ক ফু শু। গানের নাম এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা ‘Let life be beautiful like summer flowers and death like autumn leaves’ । গ্রীষ্মকাল উদ্ভিদের জন্য সবচেয়ে প্রাণবন্ত সময়। গানের মাধ্যমে গায়ক সবচেয়ে উজ্জ্বল কিন্তু সীমিত সময় জীবন কাটানোর ধারণা প্রকাশ করেছেন। গানটি ২০০৩ সালে মুক্তি পায় এবং এখনও বেশ জনপ্রিয়। বন্ধুরা, চলুন গানটি শুনি।গান ৩

বন্ধুরা, এবার গ্রীষ্মকাল সম্পর্কিত আরেকটি জনপ্রিয় চীনা গান শুনবো, গানের নাম ‘গ্রীষ্মের বাতাস বয়ে গেছে’; গেয়েছেন চীনের তাইওয়ানের জনপ্রিয় গায়ক লিন চুন চিয়ে ও চিন শা। গানটি ২০০৫ সালে মুক্তি পায়। এটি চীনের সবচেয়ে জনপ্রিয় দ্বৈত প্রেমের গান। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৪

এবার আমরা শুনবো খুব প্রফুল্ল ও মজার একটি চীনা গান; গানের নাম ‘বিয়ারের সমুদ্র’, গেয়েছেন হুয়াং ইয়ুন লিং। গানটি ১৯৮৭ সালে প্রকাশিত হয়। গানে রক, পপ ও ড্যান্স মিউজিকের উপাদান রয়েছে। এ ধরনের গান এক সময় চীনের রক সংগীতের নেতৃত্ব দিত। গানে প্রফুল্ল সুরে সমুদ্র, বিয়ার, বাতাসের কথা বলা হয়। বন্ধুরা, এখন গান ‘বিয়ারের সমুদ্র’ শুনুন।গান ৫

বন্ধুরা, এবার আমরা গরমকালের মিষ্টি ও কোমল একটি প্রেমের গান শুনবো। গানের নাম ‘গরমকালের বাতাস’, গেয়েছেন চীনা গায়িকা উন লান। গানটি ২০০৪ সালে প্রকাশের পরই অনেক জনপ্রিয় হয় এবং উন লানের প্রতিনিধিত্বকারী একটি গান। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা গ্রীষ্মকাল সম্পর্কিত আরেকটি সুন্দর চীনা গান শুনবো; গানের নাম ‘মিড-সামার’। গেয়েছেন গায়ক মাও পু ই। গানে কোমল সুর ও সুন্দর কথা গ্রীষ্মকালের অবিস্মরণীয় মুহূর্ত স্মরণ করা হয়। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।