জুলাই ২৮: বৈদেশিক বাণিজ্য বাড়াতে নিজস্ব ওয়্যারহাউজ ও পরিবহন ব্যবস্থা গড়ে তুলছে চীন। গঠন করা হচ্ছে বাণিজ্যের নতুন ও আধুনিক ব্যবস্থা। কি কি থাকছে সেসব উদ্যোগে?
চীন তার চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় বৈশ্বিক সরবরাহ বাড়াতে ওয়্যারহাউস ও পরিবহণ কেন্দ্র গড়ে তুলতে উৎসাহিত করবে। বৈদেশিক বাণিজ্যের নতুন কাঠামো ও মডেল গড়ে তুলতেই এ উদ্যোগ বলে জানায় চীন।
চীনের শুল্ক প্রশাসন জানায়, আগামী বছরের মধ্যে চীন ও তার অংশীদাররা আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকরের চেষ্টা করছে। পাশাপাশি তারা আন্ত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে একটি সমন্বিত ও উদার অংশীদারিত্বমূলক চুক্তিতে যোগদানের প্রস্তুতি নিচ্ছে।
আরো জানানো হয়, ২০২১-২০২৫ সালের মধ্যে অবকাঠামো, নতুন ব্যবসায়িক পরিকাঠামো, প্রযুক্তি ও পরিষেবাকে প্রাধান্য দেয়া হবে।
বৈদেশিক বাণিজ্য জোরদারের জন্য নতুন প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করা হবে উল্লেখ করে জানানো হয়, সমন্বিত সেবা সরবরাহকারীদের সুষ্ঠু বণ্টণ ও যোগাযোগ নিশ্চিত করা হবে।
চীনের বৈদেশিক বাণিজ্য চলতি বছরের প্রথম ছয় মাসে ১১.১৯ ট্রিলিয়ন ইউয়ান (১.৭৩ ট্রিলিয়িন ডলার) ছাড়িয়ে গেছে- যা গত বছরের একই সময়ের চেয়ে ৩১ শতাংশ বেশি।