বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়া আরো চরম হয়ে উঠবে
2021-07-29 15:23:06

সংবাদ পর্যালোচনা

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় গতকাল (বুধবার) এক প্রেস ব্রিফিংয়ের জানায়, বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়া আরও চরম হয়ে উঠবে। চীনে বন্যা পরিস্থিতি গুরুতর ও জটিল হয়ে উঠেছে। এ কারণে পরবর্তী পর্যায়ের বন্যা প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।

 

১৭ থেকে ২২ জুলাই পর্যন্ত চীনের হ্যনান প্রদেশে সবচেয়ে ভারি বৃষ্টিপাত হয়েছে; যা ইতিহাসে বিরল। মুষলধারে বৃষ্টি ৬ দিন স্থায়ী হয়, অনেক নদীর পানি বিপদসীমা পার হয়েছে। চেংচৌ, হ্যবি, আনইয়াং, সিনসিয়াং, লুওইয়াংসহ ১৯টি আবহাওয়া কেন্দ্রের দৈনিক বৃষ্টিপাত কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করেছে।

 

চীনের আবহাওয়া ব্যুরোর মুখপাত্র এবং জরুরি দুর্যোগ নিরসন ও জনসেবা বিভাগের পরিচালক ওয়াং জি হুয়া বলেন, এবারে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এর তীব্রতা অনেক বেশি। ওয়াং বলেন,

“ভারি বৃষ্টিপাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়, তারপর ভূ- গর্ভস্থ পানির স্তরের উচ্চতা বাড়ে এবং যখন জলীয় বাষ্প ঠান্ডা হয়, তখন তা বৃষ্টিতে পরিণত হয়। এবারের অনেক ভারি বৃষ্টির কারণ এই দু’টি। আরও সাধারণভাবে ব্যাখ্যা করলে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়া ও দুর্যোগের আশঙ্কা বেড়েছে এবং এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে।”

 

ওয়াং জি হুয়া মনে করেন, বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে সঙ্গে রেকর্ড ভাঙা চরম আবহাওয়া ঘটনা ভবিষ্যতে আরও বেশি ঘটবে। চরম আবহাওয়ার কারণে বিশ্বে দুর্ঘটনা বাড়ছে। তিনি বলেন,

“বৈশ্বিক উষ্ণায়নের কারণে চরম আবহাওয়া দুর্যোগের ফলে ভবিষ্যতে আরও বেশি রেকর্ড ভাঙবে। আসলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রেক্ষাপটে, চীনের চরম আবহাওয়া সাম্প্রতিক বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।”

 

চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ কাজ পরিচালনা সংক্রান্ত সদর দফতরের মহাসচিব, জরুরি ব্যবস্থাপনা বিভাগের উপমন্ত্রী ও জলসেচ মন্ত্রণালয়ের উপমন্ত্রী চৌ সুয়েই ওয়েন বলেন, চরম আবহাওয়ার প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন। চৌ বলেন,

“এখন প্রতিটি শিল্প ও প্রতিটি অঞ্চলের উচিত দুর্যোগ মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি নেওয়া, পরিকল্পনার ব্যবহারিকতা ও কার্যক্ষমতা যাচাই করা প্রয়োজন। তারপর দায়িত্ব বাস্তবায়ন অনেক গুরুত্বপূর্ণ। এর একটি মাত্র উদ্দেশ্য হলো, কার্যকরভাবে মানুষের জীবন রক্ষা করা।”

 

বর্তমানে চীন বন্যা প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে, চৌ স্যুয়েই ওয়েন বলেন, অগাস্ট মাসের আগে চীনের কিছু এলাকায় চরম বৃষ্টিপাতের আশঙ্কা আছে, বন্যা নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বর্তমান ও পরবর্তী পর্যায় এখনও জটিল।

 

চৌ বলেন, “বেইজিং, থিয়েনচিন, হ্যপেইয়ের প্রধান অঞ্চল, মধ্য ও পূর্ব ইনারমঙ্গোলিয়া, হেইলংচিয়াংয়ের পশ্চিমাঞ্চল, চিলিনের পশ্চিম ও লিয়াওনিংয়ের পশ্চিমাঞ্চলে অগাস্ট মাসের শেষে চরম ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিছু নদী অববাহিকায় বড় আকারের বন্যা দেখা দিতে পারে এবং পরবর্তী সময়ে একাধিক টাইফুন হতে পারে; যা চীনের ওপর দিয়ে উত্তরাঞ্চলের দিকে বয়ে যেতে পারে। উত্তর-পূর্ব অঞ্চল, হাইহ্য অঞ্চল, হুয়াং-হুয়াই অঞ্চলে বন্যা হয়েছে, নদীর পানির স্তর বেড়েছে এবং মাটির স্যাচুরেশন (saturation) ও ভারি বৃষ্টিপাতের ফলে নদী অববাহিকায় বন্যা হতে পারে। তারপর পাহাড়ি ঢল, পাহাড়ধস ও ভূমিধসের মত বিভিন্ন দুর্যোগ হতে পারে।”

 

চৌ বলেন, চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধের কাজ পরিচালনা-সংক্রান্ত সদর দফতরের মহাসচিব, জরুরি ব্যবস্থাপনা বিভাগ সার্বিকভাবে পরিকল্পনা ও সমন্বয় জোরদার করবে এবং বন্যা প্রতিরোধ ও দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন ব্যবস্থা জোরদার করবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)