উন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে অসামঞ্জস্যতা: আইএমএফ এর সতর্কতা
2021-07-29 19:15:14

উন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে অসামঞ্জস্যতা: আইএমএফ এর সতর্কতা_fororder_jing

জুলাই ২৯: ২০২১ সালে বিশ্বের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল -আইএমএফ। তবে করোনার প্রভাব কাটিয়ে উঠতে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশুগলোতে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে বড় ধরণের ফারাক আছে। এ বিষয়ে সতর্ক করে দিয়েছে আইএমএফ।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক -সিজিটিএনকে এ সতর্কতার কথা জানান। গীতা গোপিনাথ জানান, গেল এপ্রিলে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ শতাংশ হওয়ার যে পূর্বাভাস দিয়েছিলো আইএমএফ তা অপরিবর্তিত থাকছে। তবে করোনার অভিঘাত থেকে উত্তরণে উন্নত, উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে যে পার্থক্য আছে তা কমাতে হবে।

মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেটে আইএমএফ জানায়, ২০২২ সালে বৈশ্বিক গড় প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশ হতে পারে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ। ২০২১ সালে চীনের প্রবৃদ্ধি ৮ দশমিক ১ শতাংশ হবে বলে জানায় আইএমএফ।