‘তোমাকে ভালোবাসা উচিত’
2021-07-28 13:26:35

‘তোমাকে ভালোবাসা উচিত’_fororder_wang1

ওয়াং তুং ছেং, ১৯৮১ সালের ২৪ অগাস্ট চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের পপ সংগীত-মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একইসঙ্গে একজন অভিনেতা, উপস্থাপক ও মডেল।

 

১৯৯৯ সালে ওয়াং তুং ছেং বিএমজি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এই কোম্পানির একজন কণ্ঠশিল্পী হন। ২০০৫ সালে তিনি সংগীত ব্যান্ড ফারেনহাইট-এর একজন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে সংগীত-মহলে পা রাখেন।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং তুং ছেং-এর গান ‘তোমাকে ভালোবাসা উচিত’। গানের কথাগুলো এমন: যখন আমার হৃদ-স্পন্দন হয়, তখন ভালোবাসা জ্বলে। তোমাকে কোলে নিতে চাই। এই বিশ্ব এত ছোট; আমরা কোথায় পালাবো? গল্প লেখা হয়েছে; কে কার প্রধান চরিত্র! আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়াং তুং ছেং-এর কণ্ঠে ‘গাছের নিচে ফুল ফুটে’। গানের কথায় বলা হয়: আমি এখানে, তোমার অপেক্ষা করি, তুমি ফিরে এসে পিচ ফুল দেখো। আমি এখানে, তোমার অপেক্ষা করি, তুমি ফিরে এসে ফুল তুলো। অনেক আগের গোপন কথা; আমি আর তুমি; এখানে মিলিত হওয়ার কথা। সেই প্রতিশ্রুতি, এখনও কানে কানে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এবারের গানের নাম ‘অর্ধেক মানুষ’। গানের কথায় বলা হয়: তোমার হাত আমাকে ছেড়ে দিয়েছে। হাসির পিছনে এত মনস্তাপ। এমন সময়, কত তারা আকাশ থেকে পড়ে যায়। আসলে তোমাকে কল্পনার চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু এ কথা বলা যায় নি। তোমাকে ছাড়া আমি অর্ধেক মানুষ।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং তুং ছেং-এর গান ‘তোমার চলে যাওয়ার সেই দিন’। গানের কথাগুলো এমন: ঠান্ডা পরিবেশ, এই মুহূর্তের স্মৃতি। উপলব্ধি করেছি, তুমি আমার চেয়ে অনেক দূরে আছো। বন্ধু, তুমি কি শুনতে পাও? তোমার চলে যাওয়ার সে দিনে, বৃষ্টি ও আমার অশ্রু ওড়ে। তোমার চলে যাওয়া মুহূর্তে, আমার দুনিয়া ভেঙে যায়। আমি এই প্রেমের অনুভূতি ভুলতে পারি না; আহা! তোমার চলে যাওয়ার সেই দিন।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং তুং ছেং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)