শাংহাইয়ের ‘কোমল শক্তি’ উন্নত হয়ে চীন আন্তর্জাতিক আমদানি মেলার মান ও কার্যকারিতা বাড়াবে
2021-07-28 16:06:51

সংবাদ পর্যালোচনা

প্রায় ১০০ দিন পর চতুর্থ চীন আন্তর্জাতিক আমদানি মেলা অনুষ্ঠিত হবে। আয়োজক শহর শাংহাইয়ের ‘কোমল শক্তি’ ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। এটি চীন আন্তর্জাতিক আমদানি মেলার মান ও কার্যকারিতা বাড়াতে সহায়তা করছে। বিস্তারিত শুনবেন আজকের সংবাদ পর্যালোচনায়।

 

ক্রীড়া খাতের আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিক্যাথলন গ্রুপ এ বছর প্রথমবারের মতো মেলায় অংশগ্রহণ করেছে। তিন বছরে ধাপে ধাপে ফ্রান্সের ক্রীড়া ব্র্যান্ড ডিক্যাথলন গ্রুপ প্রথমে মেলার দর্শক, এরপর মেলায় অংশগ্রহণকারী প্রদর্শক কোম্পানি ছিল। তারপর ক্রীড়া-বিষয়ক বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান হয়। এ বছর চীন আন্তর্জাতিক আমদানি মেলায় কোম্পানিটি গ্লোবাল প্রিমিয়ার সিরিজে অংশ নেবে। ডিক্যাথলন গ্রুপের চীন অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট ওয়াং থিং থিং বলেন, চীনের আকর্ষণ অতীতের ‘শক্ত ক্ষমতা’ থেকে ‘কোমল শক্তিতে’ প্রসারিত হয়েছে। এখন বড় বাজারসহ ব্যবসার পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্র বিশ্বের বিনিয়োগ আকর্ষণ করে চীন। তিনি বলেন,

 

“শাংহাইয়ে ব্যবসার পরিবেশ এবং বাজারের দুর্দান্ত সুবিধা রয়েছে। যা প্রতিষ্ঠানের উন্নয়নের চাহিদা পূরণ করতে পারে এবং আমাদের উদ্ভাবনী ধারণাকে সন্তুষ্ট করতে পারে।”

কিছুদিন আগে নিউজিল্যান্ডের ফন্টেরা কো-অপারেটিভ গ্রুপ (Fonterra Co-operative Group Ltd) তার কোম্পানির দু’টি নতুন পণ্য চতুর্থ চীন আন্তর্জাতিক আমদানি মেলার ‘গ্লোবাল প্রিমিয়ার’-এর তালিকায় অন্তর্ভুক্ত করে। ফন্টেরা কো-অপারেটিভ গ্রুপের চীন অঞ্চলের প্রধান আর্থিক কর্মকর্তা আকসাই আগাওয়াল (Aksai Agawal) বলেন, শাংহাইয়ের কেবল শীর্ষমানের শিল্প প্রতিভা রয়েছে- তাই নয়, বরং বৈশ্বিক সরবরাহ চেইন ও নীতি গ্যারান্টির ক্ষেত্রেও অনেক সহায়তা দিয়েছে। তিনি বলেন,

“শাংহাইয়ের ফুতুং উদ্ভাবনী কেন্দ্র নির্মাণ খুবই সহায়ক। কারণ, এখন আমরা কেবল অ্যাপ্লিকেশন করিনি, আমরা নতুন পণ্য প্রকাশও করেছি। উদ্ভাবনী কেন্দ্রে আমাদের পণ্য উন্নয়ন ও গবেষণা চক্র ব্যাপকভাবে কমে যায়, যা আগে অসম্ভব ছিল।”

 

আগের চীন আন্তর্জাতিক আমদানি মেলায় বাজার তদারকি বিভাগ আমদানিকৃত শিশুদের ফরমুলা মিল্ক পাউডার, স্বাস্থ্য খাদ্য এবং অন্যান্য বিশেষ খাবার প্রদর্শন ও বিক্রির জন্য সবুজ চ্যানেলসহ বিভিন্ন পরিষেবা দিয়েছে। শাংহাই বাজার তদারকি ও প্রশাসন বিভাগের উপ-পরিচালক ফেং ওয়েন হাও বলেন, এই বছর আগের মেলার সুবিধার পাশাপাশি আরও বেশি সহায়তা দেওয়া হবে। তিনি বলেন,

 

“মেলার সময় প্রদর্শিত আমদানিকৃত বিশেষ খাবারের জন্য অস্থায়ী লাইসেন্স দেওয়া হবে। এটি শুল্ক বিশেষ তদারকি অঞ্চল বা শুল্কাধীন লজিস্টিক কেন্দ্রে ১৮০ দিনের জন্য বাড়ানো যেতে পারে। মেলার পর আমরা প্রদর্শিত আমদানিকৃত বিশেষ খাবার আমদানি নিবন্ধনের আবেদনকে অগ্রাধিকার দেবো, এবং পর্যালোচনা ও অনুমোদনের অগ্রগতি জোরদার করবো।”

 

আগের তিনটি চীন আন্তর্জাতিক আমদানি মেলা থেকে নানা অভিজ্ঞতা হয়েছে। এটি শাংহাইয়ের শহর প্রশাসনের ‘নরম শক্তি’ উন্নত করেছে। এ বছর শাংহাই চীন আন্তর্জাতিক আমদানি মেলার গুণমান ও কার্যকারিতা আরও উন্নত হবে।

 

শাংহাই পৌর গণনিরাপত্তা বিভাগের উপ-পরিদর্শক লিউ কুয়াং মিং বলেন, এই বছর অস্থায়ী লাইসেন্স আবেদনের পদ্ধতি ও ব্যবস্থা উন্নয়ন করা হবে, এর আবেদন প্রক্রিয়ার সময় কম হবে এবং জরুরি লাইসেন্স আবেদনের কার্যকারিতা বাড়াবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)