চীনের ডাইভিং দল ‘স্বপ্নের দল’
2021-07-26 16:30:22

সংবাদ পর্যালোচনা

২৫ জুলাই চীনের প্রতিযোগী সি থিং মাও এবং ওয়াং হান টোকিও অলিম্পিক গেমসে নারীদের তিন মিটার সিঙ্ক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্টে ৩২৬.৪০ স্কোর অর্জন করে চ্যাম্পিয়ন হন। অলিম্পিক গেমসে চীনের ডাইভিং দলকে ‘স্বপ্নের দল’ বলা হয়। এবার তারা প্রথম স্বর্ণপদক জয় করলো। সেই সঙ্গে এই ইভেন্টে চীনের ক্রীড়াবিদরা টানা পাঁচবার অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে আসছে। এ সম্পর্কে বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।

 

টোকিও অলিম্পিক গেমসে চীনের ডাইভিং দলের প্রথম স্বর্ণপদক অর্জন কিছুটা ছন্দপতন হয়। নারীদের তিন মিটার সিঙ্ক্রোনাইজড স্প্রিংবোর্ড প্রতিযোগিতায় তৃতীয় দফায় চীনের প্রতিযোগী সি থিং মাও ও ওয়াং হান অন্য প্রতিযোগীর চেয়ে এগিয়ে যান। চূড়ান্ত দফার পর তাদের স্কোর কানাডার প্রতিযোগীর তুলনায় ২০ পয়েন্টেরও বেশি হয়। শেষ দফার প্রতিযোগিতার পর সি থিং মাও ও ওয়াং হান পরস্পরকে আলিঙ্গন করে ধন্যবাদ জানান।

 

সি থিং মাও বলেন, ওয়াং হানকে অনেক ধন্যবাদ। সে না থাকলে আমি এ স্বর্ণপদক জিততে পারতাম না।

ওয়াং হান বলেন, আমরা পরস্পরের কাছেই কৃতজ্ঞ। আমার জীবনের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিততে সহায়তা করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।

 

চীনের ডাইভিং দল ‘স্বপ্নের দল’ বলা হয়, এটি ‘স্বপ্নের দলের’ টানা পাঁচবার অলিম্পিক চ্যাম্পিয়নশিপ অর্জন। তবে যে কোনো ক্রীড়াবিদের জন্য এটি একটি উল্লেখযোগ্য অর্জন। এটি তাদের নানা সমস্যা মোকাবিলা করে বিরাট বিজয় ছিনিয়ে নেওয়ার গল্প। আসলে দুইজন ক্রীড়াবিদ সে বছর ত্রিশ ঊর্ধ্ব ডাইভিং প্রতিযোগী ছিলেন। তবে, সি থিং মাও একজন গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী; আর ওয়াং হান প্রথমবারের মতো অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছেন। প্রতিযোগিতার পর ওয়াং হান আবেগ আপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন,

“এটি হলো আমার প্রথম অলিম্পিক, এটি আমার প্রথম স্বর্ণপদক। যা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটি আমার ক্যারিয়ারে উজ্জ্বলতা যোগ করেছে এবং তা অনেক সম্মানজনক। মাতৃভূমি আমাকে অনেক প্রশিক্ষণ দিয়েছে। অবশেষে আমি স্বর্ণপদক জয় করেছি।”

 

ওয়াং হান আসলে খুবই শক্তিশালী একজন খেলোয়াড়। তবে টানা বেশ কয়েকটি অলিম্পিক গেমসে তিনি অতিরিক্ত খেলোয়াড় ছিলেন। ৩০ বছর বয়সে তিনি অলিম্পিক গেমসের চ্যাম্পিয়ন হন। এতে বোঝা যায়- ‘স্বপ্নের দল’ কতটা শক্তিশালী। অন্যদিকে গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী হলেও সি থিং মাওয়ের কিছুটা আত্মবিশ্বাস কম ছিল। চ্যাম্পিয়ন হবার পর তিনি তার পরিবারের সহায়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, “এবার মহামারির কারণে আমি আমার বাবা মার আরো কাছাকাছি যেতে পেরেছি। মনের জোর কমে গেলে তারা সবসময় আমার কাছে ছিলেন এবং আমাকে উত্সাহ দেন। তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ!”

 

মাতৃভূমির যত্ন ও পরিবারের সদস্যদের উত্সাহ চীনা ক্রীড়াবিদদের আরও শক্তিশালী করে তুলেছে। তা ছাড়া চীনের ‘স্বপ্নের দলের’ আধ্যাত্মিক চেতনাও খুব গুরুত্বপূর্ণ।

 

চীনের ডাইভিং তারকা কুও জিংজিং এবার টোকিওতে জাতীয় অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ফেডারেশনের প্রযুক্তিগত কমিটির কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং সেদিন তিনি সি থিং মাও ও ওয়াং হানের বিজয়ের মুহূর্ত প্রত্যক্ষ করেছেন। এই বিশ্ব মর্যাদাপূর্ণ ডাইভিং সিনিয়রের কথা বলতে সি থিং মাও ও ওয়াং হান বলেন, “তিনি সবসময় আমাদের রোল মডেল। আমরা আশা করি, তার মতো চীনকে অনেক চ্যাম্পিয়ন পদক উপহার দিতে পারবো।”

 

টোকিও অলিম্পিক গেমসে নারীদের তিন মিটার সিঙ্ক্রোনাইজড স্প্রিংবোর্ড প্রতিযোগিতা জয়ের মাধ্যমে টোকিওতে চীনের ডাইভিং দলের স্বর্ণপদক যাত্রা শুরু হয়।

 

স্বর্ণপদক মানুষকে শক্তিশালী বানায় না; তবে, এটি গৌরব অর্জনের প্রক্রিয়া ও সম্মান তৈরি করে। টোকিও’র সব চীনা এবং গোটা বিশ্ববাসী তা প্রত্যক্ষ করছে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)