বাংলাদেশে টিকা প্রাপ্তিতে অগ্রগতি, করোনা পরিস্থিতিতে নয়
2021-07-25 19:30:43

করোনা মাহামারির এক ভয়াবহ সময় পার করছে বাংলাদেশ। জুলাই মাসের ২৫ দিনে আক্রান্ত ও মৃত্যু আগের ১৬ মাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। যদিও সপ্তাহের হিসেবে এ বছরের সবশেষ ২৯তম সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে নমুনা পরীক্ষা,শনাক্ত, মৃত্যু ও সংক্রমণ হার কিছুটা কমেছে। এটি পরিস্থিতির উন্নতি নয়, এর প্রধান একটি কারণ ঈদের ছুটির কারণে নমুনা পরীক্ষা কমেছে ২৯ শতাংশ। ২৮তম সপ্তাহে মারা যান ১ হাজার ৪৮০ জন। ২৯তম সপ্তাহে মৃত্যু সামান্য কমে হয়েছে ১ হাজার ৩৭৭ জন। এটা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি বলা যায় না।

ঈদের জন্য ৮ দিনের শিথীলতার কারণে করোনা পরিস্থিতির যে অবনতি ঘটেছে তার ফলাফল চলতি সপ্তাহেই দেখা যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের অর্থাৎ সংক্রমণ ও মৃত্যু বাড়ার আশঙ্কা তাদের। যদিও ঈদের পর ফের ২৩ জুলাই থেকে দেশজুড়ে কঠোর লকডাউন শুরু হয়েছে। কিন্তু ক্ষতি যা হবার ওই ৮ দিনেই হয়ে গেছে।

করোনা পরিস্থিতির এ হতাশাজনক চিত্রের বিপরীতে টিকা সংগ্রহে অগ্রগতি দৃশ্যমান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে ২১ কোটি ডোজ টিকা আনার ব্যবস্থা করেছে সরকার। ১৮ জুলাই সিনোফার্মের ২০ লাখ টিকা আসে দেশে। ১৯ জুলাই আসে মডার্নার ৩০ লাখ ডোজ। সবশেষ ২৪ জুলাই জাপান সরকারের দেওয়া উপহারের প্রায় আড়াই লাখ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকা পৌঁছায়। জাপান সরকার উপহার হিসেবে ৩০ লাখ ডোজ টিকা দিচ্ছে।

সোমবার ও মঙ্গলবার চীন থেকে ঢাকা পৌঁছবে সিনোফার্মের আরও ৩০ লাখ টিকা। সব মিলিয়ে সরকারের হাতে এখন কমবেশি ২ কোটির মতো টিকা রয়েছে। এ সব দিয়ে টিকা কার্যক্রম অব্যাহত রাখা যাচ্ছে। আর জাপানের কাছ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বাকি টিকা পাওয়া গেলে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান ১৪ লাখের বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে।

বিভিন্ন উৎস থেকে টিকা পাওয়ার কারণে এখন দেশে ব্যাপকভিত্তিক গণটিকা কার্যক্রম শুরু করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা এখন নিবন্ধনের বদলে জাতীয় পরিচয় পত্র বা টিকা কার্ডের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে টিকা দেওয়ার পরামর্শ দিচ্ছেন। টিকার বয়সসীমা ১৮তে নামিয়ে আনার কথাও বলছেন কেউ কেউ।

সরকারের তরফেও নিবন্ধনের বদলে বিশেষ করে গ্রামাঞ্চলে টিকা কার্ডের মাধ্যমে টিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম। টিকার বয়সসীমা ১৮তে নামিয়ে আনার বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

তবে, টিকার বয়সসীমা এখনই ১৮-তে নামিয়ে আনার বিষয়ে ভিন্নমত পোষণ করেন কোনো কোনো বিশেষজ্ঞ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. সায়েদুর রহমান মনে করেন টিকার বয়সসীমা ৩০-এ নামানোই কিছুটা তড়ঘড়ি হয়ে গেছে। এতে করে অল্প বয়সীরা দ্রুত টিকা নেবে আর এ দৌঁড়ে পিছিয়ে পড়বেন বয়স্করা। ফলে দৃশ্যত টিকা গ্রহতীতার সংখ্যা বেশি মনে হলেও বয়স্ক আর ঝুঁকিপূর্ণরা কিন্তু ঝুঁকিতেই থেকে যাবেন। সরকার এ বিষয়টি বিবেচনায় নেবে বলে আশা করা যায়।

টিকা প্রাপ্তিতে কিছুটা স্বস্তি এলেও করোনা সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে স্বাস্থ্য বিভাগের আরও তৎপরতা কাম্য। দেশে করোনায় মৃত্যু এরই মধ্যে ১৯ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ হারও এখনো ৩০ শতাংশের ওপরে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরকার করোনা ফিল্ড হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে। আগামী শনিবারই চালু হতে যাচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে ১ হাজার শয্যার করোনা ফিল্ড হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন আরও হাসপাতাল চালুর কথা বলেছেন।

৮ দিনের শিথিলতার পর এখন দুসপ্তাহের কঠোর লকডাউনে দেশ। রোববার তৃতীয় দিন পর্যন্ত লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে করে যান ও জন চলাচল অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। আশা করা যায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠোর অবস্থান অব্যাহত রাখবে। আর সাধারণ মানুষকেও করোনার ভয়াবহতা উপলব্ধি করে সচেতন হতে হবে এবং বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেন চলতে হবে। সবার সম্মিলিত প্রয়াসেই কেবল সম্ভব করোনা মহামারি মোকাবেলা।

মাহমুদ হাশিম

ঢাকা স্টেশন, চীন আন্তর্জাতিক বেতার