চীনা প্রেসিডেন্টের অষ্টম তিব্বত পরিদর্শন
2021-07-24 19:23:26

জুলাই ২৪: চলতি বছর তিব্বতের শান্তিপূর্ণভাবে স্বাধীন হওয়ার ৭০তম বার্ষিকী। এ উপলক্ষ্যে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি তিব্বত পরিদর্শন করেন। এটি ছিল তাঁর অষ্টম তিব্বত সফর।

২১ জুলাই বিকেলে তিনি তিব্বতের লিনচি শহরে পৌঁছান। তিনি নিয়াং নদী সেতু ইয়ালুজাংপু নদী অঞ্চলের পরিবেশ রক্ষাব্যবস্থা ঘুরে দেখেন।

২২ জুলাই তিনি লিনচি রেল স্টেশনে পৌঁছান এবং সিছুয়ান-তিব্বত রেলপথের নির্মাণকাজের খোঁজখবর নেন। সেদিন বিকেলে তিনি লাসা শহরের জাপাং মন্দির পরিদর্শন করেন এবং তিব্বত অঞ্চলের ধর্মসংক্রান্ত বিভিন্ন কাজের খোঁজখবর নেন।

২৩ জুলাই তিনি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন সরকারি বিভাগের প্রতিনিধিদের সাথে সাক্ষাত্ করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাত্কালে তিনি তাদের কাছ থেকে তিব্বতের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন তথ্য জেনে নেন এবং পরবর্তী উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।  (ইয়াং/আলিম/আকাশ)