কফি হাউসের আড্ডা ডক্টর মুজাহিদের চীনে অভিজ্ঞতা
2021-07-24 20:09:18

কফি হাউসের আড্ডা ডক্টর মুজাহিদের চীনে অভিজ্ঞতা_fororder_微信图片_20210724200933

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব জনাব এ. এ. এম.মুজাহিদ। তিনি সম্প্রতি চীনের “সাংহাই বিশ্ববিদ্যালয়” থেকে পিএইচডি সম্পন্ন করে সাংহাই ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেছেন। সেই সাথে জনাব ডক্টর মুজাহিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (অ্যাবকা) এর যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন। এছাড়াও তিনি ‘বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এর সাবেক সভাপতি ছিলেন। পিএইচডি অধ্যায়নকালীন গবেষনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন এবং ‘সাংহাই বিশ্ববিদ্যালয় পাবলিক স্পিরিটেড স্টার অ্যাওয়ার্ড ২০১৯’ এবং ‘চায়নিজ গভঃ আউটস্টান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ ২০২০’ অ্যাওয়ার্ড লাভ করেন। চলুন, কথা বলি জনাব মুজাহিদের সঙ্গে।

কফি হাউসের আড্ডা ডক্টর মুজাহিদের চীনে অভিজ্ঞতা_fororder_微信图片_20210724200947

(স্বর্ণা/আলিম/ছাই)