রোববারের আলাপন-বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের ২০০ দিনের কাউন্টডাউন
2021-07-24 20:11:32

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।

বন্ধুরা, গত ১৯ জুলাই থেকে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেসমের ২০০ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে। তার প্রস্তুতি এখন কেমন চলছে? আজ আমরা তা জানতে চেষ্টা করব। 

আমরা প্রথমে গেমসের স্টেডিয়াম ও মাঠ সম্পর্কে একটু খোঁজ-খবর নেব। বর্তমানে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সব স্টেডিয়াম ও মাঠের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এসব স্থান আন্তর্জাতিক শীতকালীন খেলাধুলা সংস্থার মান নির্ণয়ে উত্তীর্ণ হয়েছে। 

সবুজ, নিম্ন কার্বন, ও টেকসইসহ সব ইতিবাচক উপাদানই এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়ামগুলোর বৈশিষ্ট্য। নিম্ন কার্বন নির্গমন বৈশিষ্ট্যের অধিকারী হিসেবে সব স্টেডিয়ামের বিদ্যুতের চাহিদাকে ১০০ শতাংশ  নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ করা হবে।  

এবারের অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ শুরুর আগেই খেলার পর স্টেডিয়ামগুলোকে কীভাবে কাজে লাগানো যায়, সে ব্যাপারে পরিকল্পনা করা হয়। খেলা শেষে বেইজিং অলিম্পিক ভিলেজকে একটি আবাসিক ভবনে রূপান্তর করা হবে। ইয়ান ছিং শীতকালীন অলিম্পিক ভিলেজকে একটি হোটেলে পরিণত করা হবে। চাং চা খো শীতকালীন অলিম্পিক ভিলেজ আবাসিক ভবন ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে পরিণত হবে। পাশাপাশি, ট্র্যাফিকসহ অবকাঠামোগত উন্নয়ন বেইজিংসহ আয়োজক সব শহরের জন্য দীর্ঘমেয়াদী কল্যাণ বয়ে আনবে। 

২০১৯ সালের ডিসেম্বর মাসে চালু হয় বেইজিং-চাং চা খো দ্রুত গতির রেলপথ। তাতে বেইজিং শীতকালীন গেমসের তিনটি প্রতিযোগিতার যোগাযোগ সময় কমে আসে। ফলে বেইজিং ছিনহ্যা স্টেশেন থেকে ইয়ান ছিং স্টেশেনে যেতে মাত্র ২০ মিনিট সময় লাগে। বেইজিং ছিনহ্যা স্টেশেন থেকে চাং চা খো থাই চি ছেং স্টেশেনে যেতে মাত্র ৫০ মিনিট সময় লাগে। পাশাপাশি, দ্রুত গতির এই রেলপথ বেইজিং ও চাং চা খোয়ের আদানপ্রদান ও উন্নয়নকে ত্বরানিত করবে। 

এ রেলপথ চালু হওয়ার পর থেকে চাং চা খো শহরের ছং লি জেলায় অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ২০১৯ সালের শেষ পর্যন্ত, ছং লি জেলায় প্রতি পাঁচ জনে একজন বরফ ও তুষার ক্রীড়া সংশ্লিষ্ট খাতে কাজ পেয়েছে। যেমন: স্কি কোচ, হোটেল কর্মকর্তা ইত্যাদি। 

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সারা চীনে বরফ ও তুষার ক্রীড়াকে অনেক প্রমোট করছে। এ বছরের শুরু পর্যন্ত সংশ্লিষ্ট উপাত্ত মতে, চীনে ৬৫৪টি মানসম্মত বরফের মাঠ রয়েছে, তা ২০১৫ সালে চেয়ে ৩১৭ শতাংশ বেশি। সারা দেশে মোট ৮০৩টি ইন্ডোর ও আউটডোর স্কি মাঠ রয়েছে, তা ২০১৫ সালের চেয়ে ৪১ শতাংশ বেশি।