দেহঘড়ি পর্ব-২৭
2021-07-23 18:22:49

 

‘দেহঘড়ি’র এ পর্ব আমরা সাজিয়েছি স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভূবনে বাস’ এবং সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ দিয়ে।

 

## সুখবর

বিশ্বের প্রথম স্পন্দনরত হৃদযন্ত্রের প্রতিস্থাপন হলো চীনে, চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক

বিশ্বে এই প্রথমবারের মতো সফল প্রতিস্থাপন হলো স্পন্দনরত হৃদযন্ত্রের। চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরে অবস্থিত সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় হাসপাতালে এ অপারেশনটি হয় ৬৭ বছর বয়স্ক এক ব্যক্তির উপর। অপারেশন চলাকালীন এটি দান করা হয় এবং দান করার সময় থেকে প্রতিস্থাপনের সময় পর্যন্ত হৃদযন্ত্রটির স্পন্দন ও রক্তপ্রবাহ স্বাভাবিক ছিল।

দেহঘড়ি পর্ব-২৭_fororder_d1

গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপ-প্রধান হ্য সিয়াওশুন (He Xiaoshun) এ তথ্য জানান। ওইদিনই ফং নামের ওই রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

হ্য সিয়াওশুন জানান, অপারেশনটি ২৬ জুন হয়। বর্তমানে ওই ব্যক্তি সুস্থ আছেন। তার ঠিকমতো ক্ষুধা ও ঘুম হচ্ছে, শারিরীক চলাচলের ক্ষমতা উন্নত হচ্ছে এবং তার অন্যান্য অঙ্গও সেরে উঠছে।

সাধারণ হৃদযন্ত্র প্রতিস্থাপন অপারেশনে দাতার শরীর থেকে সেটি গ্রহণ করে শীতল অবস্থায় রাখা হয়। তখন এটার স্পন্দন বন্ধ থাকে। তারপর গ্রহীতার দেহে সংযোজন করা হয়। কিন্তু এ ধরনের প্রতিস্থাপন প্রক্রিয়ায় অঙ্গের ভিতর রক্ত প্রবাহ থাকে না বলে তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা খুব বেশি থাকে। সাধারণত, ৬ ঘন্টার বেশি রক্ত প্রবাহ না থাকলে হৃদযন্ত্রের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়।

হ্য সিয়াওশুন মনে করেন, স্পন্দন ও রক্ত প্রবাহ চলছে এমন অবস্থায় যদি হৃদযন্ত্র প্রতিস্থাপন করা যায় তাহলে এর কার্যকারিতা অনেক ভালো হবে। এতে অনেক রোগীর উপকার হবে এবং তার জীবনকালও বাড়বে।

নতুন এই পদ্ধতির অপারেশনের মধ্য দিয়ে হৃদযন্ত্র প্রতিস্থাপন প্রযুক্তি শীতল প্রতিস্থাপন যুগ থেকে উষ্ণ প্রতিস্থাপন যুগে  প্রবেশ করলো এবং এটা অন্যান্য হৃদযন্ত্র প্রতিস্থাপন পদ্ধতি উন্নয়নে সহায়ক হবে। হ্য সিয়াওশুন ও তার চিকিৎসক দল এর আগে একইভাবে ২০১৭ সালে যকৃত এবং ২০১৮ সালে কিডনি প্রতিস্থাপনেও সফল হয়েছিল।

চীনের জাতীয় অঙ্গদান ও প্রতিস্থাপন কমিটির চেয়ারম্যান হুয়াং চিয়েফু এক ভিডিও বার্তায় বলেছেন, হ্য সিয়াওশুন ও তার চিকিৎসক দলের এই অপারেশনের মধ্য দিয়ে স্পন্দনরত ও রক্তপ্রবাহমান হৃদযন্ত্র প্রতিস্থাপন প্রযুক্তি পরিপক্ক হয়েছে।

হার্ভার্ড মেডিকেল স্কুলের সার্জারির অধ্যাপক এবং ব্রাইহাম অ্যান্ড উইমেন হসপিটালের প্রতিস্থাপন সার্জারি বিভাগের প্রধান স্টিফান টুলিয়ুস বলেন, “এই সাফল্যকে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি বিশাল মাইল ফলক বলে মনে করি আমি। এই দৃষ্টিভঙ্গি প্রতিস্থাপনযোগ অঙ্গের মান বৃদ্ধি করবে। এর ফলে প্রতিস্থাপনযোগ্য অঙ্গের সংখ্যা বাড়বে এবং বিজ্ঞানের ভিত্তিতে আমাদের এটা বোঝার সুযোগ সৃষ্টি হবে যে, রক্তচলাচল বন্ধ হয়ে যাওয়া কিভাবে রোগপ্রতিরোধ প্রতিক্রিয়ার ওপর প্রভাব ফেলছে।”- রহমান

 

##হেল্‌থ বুলেটিন

সবাই যেন ভ্যাকসিন পায় সে লক্ষ্য নিয়ে কাজ করছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের কোনো মানুষ যেন করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়া থেকে বাদ না যায় সে বিষয়ে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। রোববার মন্ত্রণালয় বিভাগসমুহের ৮ম বার্ষিক কর্ম-সম্পাদনা চুক্তি-এপিএ স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, সবাই যেন ভ্যাকসিন পায় সে লক্ষ্য নিয়েই পরিকল্পনা নিয়েছে সরকার।

সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা পৌঁছেছে বাংলাদেশে

দেহঘড়ি পর্ব-২৭_fororder_d2.jpg

চীনা ওধুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। দুই চালানে এসেছে এই টিকা। এ নিয়ে চীনের কাছ থেকে কেনা মোট টিকার ৪০ লাখ ডোজ টিকা দেশে এলো। শনিবার রাত সাড়ে ১১ টা ও রাত ৩টায় আলাদা দুইটি উড়োজাহাজে এই টিকা দেশে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডাইরেক্টর ড. শামসুল হক।

করোনায় মৃতের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে

বিশ্ব জুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত এই মরণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় সোয়া ১৯ কোটি মানুষ আর করোনা থেকে সুস্থ হয়েছে সাড়ে ১৭ কোটিরও বেশি মানুষ। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সে এই তথ্য জানা গেছে।

করোনার বিধিনিষেধ তুলে নিলো যুক্তরাজ্য

করোনা মহামারীর সময় আরোপিত সব বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাজ্য। সোমবার এক ঘোষণার মাধ্যমে এ বিধিনিষেধ তুলে নেয় সে দেশের সরকার। ঘোষণায় সামাজিক দূরত্বের মতো বিষয়টিও তুলে দেওয়া হয়েছে। যুক্তরাজ্য সরকারের হঠাৎ করে নেওয়া এসব সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিরোধী দলের সদস্যরা।

চীনের সহযোগিতায় ১০ লাখ করোনাভাইরাসের টিকা উৎপাদিত হলো মিশরে

চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ১০ লাখ করোনাভাইরাসের টিকা উৎপাদনের মাইলফলকে পৌঁছলো মিশর। এ উপলক্ষে রোবাবার মিশরের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর আলামিনে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন মিশর সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি।

নিবন্ধন ছাড়াই পোশাকশ্রমিকদের টিকাদান শুরু

নিবন্ধন ছাড়াই পোশাকশ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ। রোববার সকাল থেকে গাজীপুর জেলায় অবস্থিত চারটি পোশাক তৈরি কারখানার শ্রমিকদের করোনার প্রতিষেধক টিকাদান শুরু হয়েছে। পোশাকশ্রমিকদের দ্রুত টিকার আওতায় আনতে নিবন্ধন ছাড়া এই টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। - তানজিদ/রহমান

 

## ভুলের ভূবনে বাস

প্রতিরোধ করা যায় ফুসফুসের ক্যান্সারও

ফুসফুস মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। তবে এ ফুসফুসেতে বাসা বাঁধতে পারে ক্যান্সারসহ নানা জটিল রোগব্যাধি, যা জীবন পর্যন্ত কেড়ে নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ফুসফুসের ক্যান্সার মারাত্মক অবস্থায় পৌঁছেছে। যেসব ক্যান্সারে মানুষ বর্তমানে আক্রান্ত হচ্ছে, তার মধ্যে অন্যতম হলো ফুসফুসের ক্যান্সার। তবে এই ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা। আসুন জেনে নেই ফুসফুসের ক্যান্সার নিয়ে মানুষের সাধারণ ভুলগুলো সম্পর্কে:

দেহঘড়ি পর্ব-২৭_fororder_d3.jpg

ফুসফুসের ক্যান্সার কি কেবল ধূমপায়ীদের হয়?

মানুষের মধ্যে এমন ধারণা রয়েছে যে, কেবল ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার হয়! এটা একেবারে ভুল। হ্যাঁ ফুসফুসের ক্যান্সারের একটি বড় কারণ ধূমপান। এবং বিভিন্ন জরিপে দেখা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের বেশিরভাগেই এক সময় ধূমপায়ী ছিল। তবে ধূমপান ফুসফুসের ক্যান্সারের একমাত্র কারণ নয়। জরিপের ফল বলছে, ফুসফুসের ক্যান্সারে যারা আক্রান্ত তাদের ১০ শতাংশ এবং নারী রোগীদের ২০ শতাংশ জীবনে কখনও ধূমপান করেনি।

ফুসফুসের ক্যান্সারের চেয়ে কি স্তন ক্যান্সার ভয়াবহ?

অনেকের ধারণা ফুসফুসের ক্যান্সারের চেয়ে স্তন ক্যান্সারের পরিস্থিতি বেশি ভয়াবহ এবং ফুসফুসের ক্যান্সারের চেয়ে স্তন ক্যান্সারে বেশি নারী মারা যায় প্রতিবছর। তবে জরিপের তথ্য-উপাত্ত বলছে, ফুসফুসের ক্যান্সারের যত মানুষ আক্রান্ত হয়, তার অর্ধেকই নারী। এবং যে কোনও ক্যান্সারের চেয়ে ফুসফুসের ক্যান্সারে বেশি নারী মারা যায়। ২০০৫ সালের এক উপাত্তে দেখা যায়, ওই বছর ফুসফুসের ক্যান্সারে মারা যায় ৬৯ হাজার ৭৯ জন নারী, যেখানে স্তন ক্যান্সারে মারা যায় ৪১ হাজার ১১৬ জন।

ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমাতে কি কিছুই করণীয় নেই!

কেউ কেউ মনে করেন, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমানো বাড়ানোর ক্ষেত্রে ব্যক্তির কোনও হাত নেই। এটা একেবারে ভুল। কেবল ধূমপান ত্যাগ করলেই ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে। অন্যান্য ফ্যাক্টরও এ ক্যান্সারের ঝুঁকি কমা বা বাড়ার জন্য দায়ী। কোনও কোনও পেশার কারণে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পুরুষ রোগীদের মধ্যে ১৩ থেকে ২৯ শতাংশ আক্রান্ত হয় পেশার কারণে। অন্যদিকে স্বাস্থ্যকর খাবারও নিয়মিত ব্যায়াম এ রোগের ঝুঁকি কমাতে পারে।

ফুসফুসের ক্যান্সার কি কেবল বয়স্কদের রোগ!

বেশিরভাগ মানুষই মনে করে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয় কেবল বয়স্ক মানুষ। বাস্তবতা হলো অল্পবয়স্ক এমনকি শিশুরাও এ রোগে আক্রান্ত হতে পারে। ব্রোঙ্কিলোয়ালভালার ক্যান্সার (bronchioloalveolar) নামের এক ধরনের ফুসফুসের ক্যান্সারে বর্তমানে বেশি হারে আক্রান্ত হচ্ছে কেবল কম বয়স্ক অধূমপায়ী নারীরা। - রহমান

 

## আপনার ডাক্তার

দেহঘড়ি পর্ব-২৭_fororder_d4.jpg

আজ আমরা কথা বলেছি ডেঙ্গুজ্বর নিয়ে। বাংলাদেশে করোনা-ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু যখন গুরুতর আকার ধারণ করেছে ঠিক তখনই ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে অনেক রোগী ভর্তি রয়েছেন। ইতোমধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে ডেঙ্গুজ্বরে।

ডেঙ্গুজ্বর একটি এডিস মশাবাহিত ভাইরাসজনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে এ রোগ ছড়ায়। কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে, যাকে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলা হয়। এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত-প্লাজমার নিঃসরণ ঘটে। ফলে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এ রোগ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হেমাটোলজি বিশেষজ্ঞ ডা. গুলজার হোসেন উজ্জল। তিনি কাজ করছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে।

 

  •  দেহঘড়ি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cnর মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।