অন্তরঙ্গ আলাপন
সামাজিক দায়বদ্ধতা থেকে আবৃত্তি করি: ডালিয়া আহমেদ
কেন কবিতা আবৃত্তি করি…
আবৃত্তি করতে ভালো লাগে, আনন্দ পাই। কোনো একটা কবিতা যখন আমার মনটা ছুঁয়ে যায়, আমার হৃদয়কে স্পর্শ করে, তখন সেটা আমি অন্যদের মাঝে সঞ্চারিত করাকে কর্তব্য বলে মনে করি।
সামাজিক দায়বদ্ধতা থেকে আমি আবৃত্তি করি। যখন ধর্মনিরপেক্ষতা কিংবা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত আসে, তখন আবৃত্তি নিয়ে আমার কণ্ঠ সোচ্চার হয়।
কবিতা আমার একটা আশ্রয়স্থলও। যখন আমি কষ্ট পাই আবৃত্তি করি; যখন আনন্দ পাই তখনও আবৃত্তি করি।
চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের আবৃত্তিভাবনা নিয়ে বললেন ২০২০ সালের শিল্পকলা পদকের জন্য মনোনীত বিশিষ্ট আবৃত্তিশিল্পী, উপস্থাপক ও প্রশিক্ষক; বীর মুক্তিযোদ্ধা ডালিয়া আহমেদ।
শুনিয়েছেন কিছু হৃদয় ছুঁয়ে যাওয়া কবিতা।
সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।