যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ সারা বিশ্বে অর্থনৈতিক সংবাদ পরিবেশনের জন্য বিখ্যাত। ব্লুমবার্গ নিজেকে নিরপেক্ষ দাবি করে থাকে । সম্প্রতি সংস্থাটি বিশ্বব্যাপী মহামারি প্রতিরোধ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে। তাতে যুক্তরাষ্ট্রকে মহামারি প্রতিরোধে সেরা দেশের স্থান দিয়েছে। তাদের এ তালিকা বিশ্ববাসীকে অবাক করেছে। ফলে সংস্থাটি তার মর্যাদাও হারিয়েছে।
তালিকার শীর্ষ স্থানে যুক্তরাষ্ট্রকে রাখার জন্য ব্লুমবার্গ তাদের পূর্বের নীতিমালা সংশোধন করেছে। সংস্থাটি যুক্তরাষ্ট্রের জন্য এবার বিশেষ সূচক তৈরি করেছে। তালিকাটি প্রকাশের পর অনেকে মনে করেছিলেন, এটি হয়তো ভুলে প্রিন্ট হয়েছে।
ব্লুমবার্গের তালিকার বিরুদ্ধে বিশ্বব্যাপী নোটিজেনরা সরব হয়েছেন। তাঁরা একে লজ্জ্বাহীন কাজ বলে মন্তব্য করেন। কেউ কেউ বলেন, মৃত্যুর সংখ্যা এতো বেশি যে, যুক্তরাষ্ট্র মৃতদেহ রাখার অস্থায়ী স্থাপনা তৈরি করেছে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র মহামারি প্রতিরোধে সেরা দেশে পরিণত হয়েছে। কেউ কেউ বলেন, আবার কিছু পশ্চিমা দেশ লজ্জ্বাহীন আচরণ করছে।
ব্লুমবার্গ বিশ্বের বৃহত্তম আর্থিক তথ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। গত নভেম্বর থেকে সংস্থাটি বার্ষিক মহামারি প্রতিরোধ নিয়ে তালিকা তৈরি করে আসছে। আক্রান্তের হার, মৃত্যুর হার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ নানা সূচক তাদের তালিকা তৈরির ভিত্তি। তবে, সর্বশেষ যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে আগের সূচকগুলোর পরিবর্তে টিকা গ্রহণের হার, লকডাউন নীতির কঠোরতা, পরিবহনের সক্ষমতাসহ বেশ কয়েকটি নতুন সূচককে ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। আর তা করা হয় যুক্তরাষ্ট্রকে প্রথম বানানোর লক্ষ্য নিয়ে। এই তালিকা তৈরিতে বিজ্ঞান ও প্রাণের প্রতি কোনো সম্মান দেখানো হয়নি। তাই এই তালিকার কোনো মূল্য নেই।
রুবি/এনাম