তিন সন্তান নীতির সহায়ক ব্যবস্থা প্রবর্তন করেছে চীন
2021-07-22 14:36:30

সম্প্রতি প্রকাশিত হয়েছে চীনের উর্বরতা নীতিমালার অনুকূল ও জনসংখ্যার দীর্ঘমেয়াদী সুষম উন্নয়নকরণ সংক্রান্ত এক প্রস্তাবনা। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদ এ প্রস্তাবনা তৈরি করেছে। গতকাল (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদ তথ্য কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে বলা হয়, এবারের প্রস্তাবনায় একটি পরিবারকে তিন সন্তান নিতে উত্সাহিত করার পাশাপাশি শিশুদের সারা জীবনের জন্য ধারাবাহিক সহায়ক ব্যবস্থাবলিও গ্রহণ করেছে সরকার।

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের সামাজিক উন্নয়ন বিভাগের প্রধান ঔ সিয়াও লি সাংবাদিক সম্মেলনে বলেন, এবারের প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়, তিন সন্তান নীতি ও সংশ্লিষ্ট সহায়ক ব্যবস্থা একটি সংমিশ্রণ হিসাবে বিবেচনা করা হবে। সন্তান নেওয়া, লালন-পালন ও শিক্ষাসহ নানা বিষয়কে সমন্বিত বিষয় হিসেবে বিবেচনা করে শিশুদের সারা জীবন ধরে সমর্থনের ব্যবস্থা বের করবে সরকার।

তিনি বলেন, “উর্বরতার জন্য নারী ও শিশুর স্বাস্থ্য সেবা দক্ষতা জোরদার করবে এবং সেবা প্রদান বাড়াবে সরকার। নবজাতকের রোগের স্ক্রিনিং বাড়াবে এবং যত দ্রুত সম্ভব শনাক্ত হলে চিকিত্সা দেবে। উর্বরতা উন্নয়নের বিশেষ গবেষণা জোরদার হবে। যুক্তিসঙ্গত সরবরাহ এবং চাহিদার ভারসাম্য রক্ষা হবে, এমন হিউম্যান অ্যাসিস্ট্যাড প্রজনন প্রযুক্তি পরিষেবা ব্যবস্থা গড়ে তোলবে সরকার। শিশুদের শিক্ষার বোঝা হ্রাস করবে এবং কিন্ডারগার্টেন কভারেজ বাড়াবে। স্কুলে শিক্ষার মান উন্নয়ন করবে এবং ক্লাশের পর ট্রাস্টিশিপ সেবা চালু করবে। তা ছাড়া, মাতৃত্বকালীন ছুটি এবং বীমা ব্যবস্থা নিশ্চিত করবে। তিন-সন্তানের পরিবারকে শুল্ক ও আবাসন সুবিধা প্রদান করা হবে।

বহু পরিসংখ্যান অনুযায়ী, শিশুদেরকে যত্ন নেওয়ার সময় নেই বলে, অনেকে সন্তান নিতে চান না। এ প্রসঙ্গে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশনের লোকসংখ্যা ও পরিবার বিভাগের প্রধান ইয়াং ওয়েন চুয়াং বলেন, গত ৩০ জুন পর্যন্ত, জাতীয় স্বাস্থ্য কমিশনের শিশু নার্সারি ইনস্টিটিউশন ফাইলিং সিস্টেমে মোট ৪,০০০টির বেশি সংস্থা তালিকাভুক্ত হয়েছে। ১০ হাজারের বেশি সংস্থা আবেদন করেছে। ভবিষ্যতে শিশু যত্ন সেবা গুরুত্বপূর্ণ একটি খাত হবে।

তিনি বলেন, শর্তাধীন সংস্থা ও কোম্পানি কর্মস্থলে কর্মীদের জন্য শিশু যত্ন সেবা প্রদান করতে উত্সাহ দেয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, সমাজ ও নানা অর্থ শিশু যত্ন শিল্পে ব্যয়ে উত্সাহ দেয়।

তিন শিশু নীতি চালু হবার সাথে সাথে কিন্ডারগার্টেনে ভর্তি হবার চাহিদা বাড়ছে। চীনের শিক্ষামন্ত্রণালয়ের মৌলিক শিক্ষা বিভাগের প্রধান লুই ইউয়ু কাং বলেন, ২০২০ সাল পর্যন্ত প্রাথমিক স্কুলের আগে তিন বছর থেকে কিন্ডারগার্টেনে ভর্তি হবার হার হয় ৮৪.৭ শতাংশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে তিন শিশু নীতির বাস্তবায়নে সমর্থন দেয়ার উদ্দেশ্যে প্রাকস্কুল শিক্ষা নীতি প্রণয়ন করা হবে।

তিনি বলেন, গেল দু বছরে কমিউনিটি কিন্ডারগার্টেন গঠন করতে অনেক প্রচেষ্টা চালিয়েছে সরকার। ২০ হাজারটি কিন্ডারগার্টেন সরকারের নিয়ন্ত্রণে ফিরে এসেছে এবং ৪১ লাখ ৬০ হাজার তালিকাভুক্তির কোটা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এ কাজ জোরদার করার পাশাপাশি বেসরকারি কিন্ডারগার্টেনে সাধারণ সাশ্রয়ী মূল্যে শিক্ষা প্রদানকে উত্সাহ দেবে এবং শহর ও গ্রামে প্রাকস্কুল শিক্ষা গণসেবা ব্যবস্থা গড়ে তুলবে।

জানা গেছে, আগে স্কুল শেষে শিশুদের বাবা-মায়েদের কাজ শেষের সময়ের মধ্যে সমন্বয় না থাকায় স্কুল শেষ হবার পর বাবা-মা শিশুকে বাড়িতে নিয়ে যাবার সময় পেত না। ২০১৭ সাল থেকে শিক্ষামন্ত্রণালয় ক্লাসের পরের সেবা জোরদার শুরু করে। চলতি বছরের মে মাসের শেষ দিক পর্যন্ত, চীনে মোট এক লাখ ২ হাজারটি স্কুলে চালু হয় ক্লাসের পরে সেবা এবং সাড়ে ছয় কোটি শিক্ষার্থী এ থেকে উপকৃত হয়।

লুই ইউয়ু কাং বলেন, সম্প্রতি শিক্ষামন্ত্রণালয় ক্লাসের পরের সেবা বিষয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে। এটিও তিন শিশু নীতিকে সমর্থন দেয়ার গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

তিনি বলেন, প্রতিটি বাধ্যতামূলক স্কুল নিজের অবস্থা অনুযায়ী ক্লাসের পরে সেবা পরিকল্পনা তৈরি করবে এবং চলতি বছরের শরত্কালে যখন নতুন সেমিস্টার শুরু হবে তখন সব স্কুল এ সেবা প্রদান করবে। (শিশির/এনাম/রুবি)