মহামারীর ক্রান্তিকালে ঈদ
2021-07-22 16:25:33

ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে, খুশি নিয়ে। কিন্তু সবার জীবনেই কি আনন্দ নিয়ে আসে ঈদ? আর এ করোনা ক্রান্তিকালে কেমনই বা হতে পারে ঈদ? বলার অপেক্ষা রাখেনা যে ঈদের আনন্দ ম্লান করার জন্য এ মহামারীই যথেষ্ট।  জীবন চলে জীবনের নিয়মে। তাই এতো নিরানন্দের মধ্যেও আনন্দ খুঁজে নিতে হয় প্রকৃতির নিয়মে।  কোভিড-১৯ পরিস্থিতিতে এবারে চতুর্থতম ঈদ উদযাপন করছে মুসলিম সম্প্রদায়। গেলবারের মতো এবারো অনেকটাই গৃহবন্দি হয়ে কাটাতে হবে ঈদ। তবে ঈদের আমেজ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে বিভিন্ন রকম। একটি বেসরকারি কোম্পানির মানব সম্পদ বিভাগে আছেন আমিনা মিলি। ঈদ উদযাপন নিয়ে চীন আন্তর্জাতিক বেতারকে তার অনুভূতি জানান তিনি। বলেন

মহামারীর ক্রান্তিকালে ঈদ_fororder_n4

মহামারীর কারণে প্রিয়জনদের সঙ্গে নিয়ে ঈদ করতে পারছেন না এটি একটি দুঃখ। আবার টিভি খুলেই যখন দেখেন মহামারীতে মৃত্যুর মিছিল তখন ঈদের আনন্দ ম্লান হয়ে যায় তার কাছে।

 করোনার থাবায় কোটি মানুষ আজ কর্মহীন। দু’মঠো খাবারের সন্ধানে পথে পথে হাটছে অগণিত মানুষ। এমন পরিস্থিতিতে ঈদ উৎসব শুধুই বিষণ্নতার এবং কষ্টের।বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত জনপদের মধ্যেও সাধ্যমত ঈদের উৎসব পালিত হয়। কিন্তু করোনা ভাইরাস গেল বছর আর এবছরের ঈদের অনেকখানি আনন্দ যেনো কেড়ে নিয়ে গেছে। তবুও মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে। ঈদের মহিমায় উজ্জীবিত হয়। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে নিরলস পথচলে।

রওজায়ে জাবিদা ঐশী