চীনা সার্কাস ও কূটনীতি
2021-07-21 12:30:20

সারা বিশ্বের সাথে চীনের সম্পর্কোন্নয়নে সাংস্কৃতিক বিনিময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। মানুষে-মানুষে আদান-প্রদানে চীন সবসময় গুরুত্ব দিয়ে থাকে। একে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও জোরদারে এক গুরুত্বপূর্ণ উপায় বলে বিবেচনা করে বেইজিং। সাংস্কৃতিক বিনিময়ের একটি অপরিহার্য অনুষঙ্গ হচ্ছে চীনা সার্কাস। তাই গতকাল চীনা সার্কাস ও কূটনীতিক ছবি প্রদর্শনী বেইজিংয়ে উদ্বোধন হয়েছে। ৪২৫টি ছবির মাধ্যমে গণপ্রজান্ত্রী চীনের সার্কাস ও কূটনীতির গল্প তুলে ধরা হয়েছে তাতে।

চীনা সার্কাসের রয়েছে ৩,০০০ বছরের সুদীর্ঘ ইতিহাস। উন্নয়ন ও উত্তরাধিকারের মাধ্যমে বিশেষ ও স্বতন্ত্র বৈশিষ্ট্য পায় এই শিল্প।  গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর, চীনের এই শিল্প আপন বৈশিষ্ট্য কাজে লাগিয়ে সাংস্কৃতি কূটনীতিতে অংশগ্রহণ করে। চীনের সাথে বিদেশীদের মৈত্রী জোরদার করে।

চীনে নিযুক্ত আর্জেন্টিনার এক কূটনীতিক এ প্রদর্শনী দেখার পর বলেন, আর্জেন্টিনাতে চীনা সার্কাস খুব জনপ্রিয়। দুদেশের শিল্পীরা তাদের বিনিময় ও সহযোগিতা শক্তিশালী করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন,আর্জেন্টিনার লোকজন চীনের সার্কাসকে অনেক পছন্দ করে এবং নানা পদ্ধতিতে একে দেখে ও জানতে পারছে। পাশাপাশি, আর্জেন্টিনার অনেক ভালো সার্কাস শিল্পী রয়েছে। মহামারি শেষে আরও বেশি চীনা সার্কাস শিল্পী আর্জেন্টিনায় অভিনয় করতে যাবেন। চীনের উচ্চ মানের সার্কাস ও আজেন্টিনার সার্কাসের মধ্যে ভাল বিনিময় হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল বিভাগের প্রধান হং লেই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চীনা সার্কাস ও কূটনীতির গুরুত্বপূর্ণ ঘটনা পর্যালোচনা করেন।

তিনি বলেন, বিশ্বের সাথে চীনের ঘনিষ্ঠ যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে সার্কাসের ভূমিকা রয়েছে। তাই চীনা কূটনীতি ও সার্কাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।

তিনি বলেন, যখন গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়, তখন প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের নির্দেশনায় চীনা সার্কাস দল সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশসমূহ সফর করে। ফলে গণপ্রজাতন্ত্রী চীন ও সমাজতান্ত্রিক সমাজের মানুষদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। ১৯৭২ সালে এশিয়া, আফ্রিকা ও লাতিন আকেরিকার দেশগুলো স্বাধীনতা অর্জন করার পর, চীনা সার্কাস দল আবারও এসব দেশ সফর করে। ২০০৬ সালে প্রথম চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। গণমহাভবনে তখনকার সার্কাস সব নেতা ও অতিথির দৃষ্টি আকর্ষণ করে।

বর্তমানে চীনা সার্কাস ও কূটনীতি ছবি প্রদর্শনী চীনা সাহিত্য ইউনিয়নের প্রদর্শনী ভবনে অনুষ্ঠিত হচ্ছে।

চীনা সাহিত্য ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ও চীনা সার্কাস কমিটির চেয়ারম্যান বিয়ান ফা চি বলেন, প্রচুর মূল্যবান ঐতিহাসিক ছবির মাধ্যমে কূটনীতিতে গণপ্রজান্ত্রী চীনের সার্কাসের ভূমিকা ফুটে ওঠেছে।

তিনি বলেন, চীনের ৬০টির বেশি সার্কাস থিয়েটার থেকে ২,০০০টির বেশি ছবি সংগ্রহ করা হয়েছে। তা থেকে ৪২৫টি প্রদর্শনীর জন্য বাছাই করা হয়। কালপঞ্জি অনুসারে এসব ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে।

জানা গেছে, আগামি ২৫ জুলাই পর্যন্ত এ প্রদর্শনী চলবে।  (শিশির/এনাম/রুবি)