‘ফুল ফোটার চাঁদ থেকে’
2021-07-20 19:34:06

‘ফুল ফোটার চাঁদ থেকে’_fororder_lin

লিন ই লুন, ১৯৭০ সালের ৪ এপ্রিল চীনের রাজধানী বেইজিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একইসঙ্গে একজন অভিনেতা ও উপস্থাপকও বটে।

 

১৯৯৩ সালে লিন ই লুন প্রথম অ্যালবাম ‘ভালোবাসার পাখি’ প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যোগ দেন। ১৯৯৫ সালে তিনি প্রথমবারের মতো চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি’র বসন্ত উত্সবের গালায় অংশ নেন।

 

১৯৯৭ সালে লিন ই লুনের তৃতীয় অ্যালবাম ‘ভালোবাসার অভিজাত সম্প্রদায়’ প্রকাশিত হয়। ২০০০ সালে তাঁর অ্যালবাম ‘ভালোবাসা ২০০০ সাল’ মুক্তি পায়। ২০০১ সালে তাঁর পঞ্চম অ্যালবাম ‘আনন্দের দিকে রওনা হওয়া’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন লিন ই লুনের গান ‘ফুল ফোটার চাঁদ থেকে’। গানের কথায় বলা হয়: ফুল ফোটার চাঁদ থেকে, তোমার চেহারা দেখা যায়। তোমার নীল চোখে, রহস্য ও কল্পনা জড়িয়ে থাকে। এত পরিষ্কার মেজাজে, সব দুঃখ চলে যায়। শুধুই তোমার কানে কানে গাইতে চাই, আমার ভালোবাসার গান।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লিন ই লুনের কণ্ঠে ‘হলুদ’ নামের গানটি। গানের কথাগুলো এমন: ফুলের কুঁড়ি। বসন্তকালে তুমি ছোট নগরের কাছে, সেই ছেলেবেলার নদীর কাছের ক্ষেতে। তোমার সরলচিত্ত মুখ, কার জন্য লাল হয়ে যায়। শরত্কালের ঝরা পাতা, দূরের দিকে তোমার দৃষ্টি নিবদ্ধ। ফিরে আসো, সমুদ্রের মেয়ে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লিন ই লুনের গান ‘আনন্দের দিকে রওনা হওয়া’। গানের কথাগুলো এমন: নতুন দিন একটি বিশ্বস্ত ঘোড়া, সবসময় শূন্যতায় পৌঁছে। তোমাকে ফোন করি, ব্যস্ততা ছেড়ে দাও, বাইরে যাবো। যদি প্রতিদিন ব্যস্ত থাকো, তাহলে আনন্দ বৃদ্ধ হয়ে যাবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন লিন ই লুনের গান ‘ভালোবাসা ২০০০ সাল’। গানের কথায় বলা হয়: হাজার বছর বন্ধ থাকা সেই চোখ খুলেছি, কোটি কোটি মানুষের অপেক্ষায় থাকা সেই আলো দেখে। তা তোমার ও আমার ২০০০ সালের ভালোবাসা।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিন ই লুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)