পশ্চিমা কিছু জরিপ খুবই হাস্যকর: সিআরআই সম্পাদকীয়
2021-07-20 15:08:43

জুলাই ২০: বিখ্যাত মার্কিন তথ্যমাধ্যম ব্লুমবার্গ ও জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান পিউ গবেষণা কেন্দ্র সম্প্রতি পৃথকভাবে দুটি জরিপের ফলাফল প্রকাশ করেছে। তাতে তারা সারা বিশ্বে মহামারী প্রতিরোধে সবচেয়ে বেশি সফল দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছে। পাশাপাশি তারা চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি এখনও নেতিবাচক এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তি ইতিবাচক হচ্ছে বলে উল্লেখ করেছে। তবে, তাদের এহেন বাস্তবতা বিবর্জিত ফলাফল সারা দুনিয়াতে ব্যাপক হাস্যরসের তৈরি করেছে বলে চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) এক সম্পাদকীয়তে আজ মন্তব্য করা হয়। 

সম্পাদকীয়তে বলা হয়, ব্লুমবার্গ নিজেকে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক সংবাদ পরিবেশনকারী প্রতিষ্ঠান হিসেবে দাবি করে থাকে। তারা নিরপেক্ষতারও ভান করে থাকে। পিউ গবেষণা কেন্দ্রও নিজকে বিতর্কমুক্ত সংস্থা বলে দাবি করে থাকে। তবে, তাদের নতুন প্রকাশিত জরিপের ফলাফল তাদের এমন দাবিকে কেবল উড়িয়ে দিয়েছে—তা নয়, বরং তাদের গালে চপেটাঘাত করেছে। তাতে বিশ্ববাসী তাদের আসল চেহারা দেখতে পেয়েছে। 

এ দুটোর পাশাপাশি আরো কিছু পশ্চিমা তথ্যমাধ্যম ও প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের অপপ্রচার যুদ্ধের হাতিয়ারের ভূমিকা পালন করছে। তাদের সব তত্পরতার লক্ষ্য হচ্ছে বিশ্বে মার্কিন আধিপত্য রক্ষা করা। 

আসলে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেবল যুক্তরাষ্ট্রের একার নয়। তবে, যুক্তরাষ্ট্রের কিছু তথ্যমাধ্যম ও প্রতিষ্ঠান তাদের আধিপত্য রক্ষায় মরিয়া হয়ে ওঠেছে। তাদের এমন অপতত্পরতা বিশ্ববাসীর হাসির খোড়াকে পরিণত হওয়ার পাশাপাশি তাদের নিজেদের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে। (আকাশ/এনাম/রুবি)