চীনা বৈদ্যুতিক গাড়ি সারা বিশ্বে যুগান্তকারী এক সংযোজন
2021-07-20 11:02:24

চীনা শিল্প ও তথ্য মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি প্রকাশিত উপাত্ত অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে চীনা গাড়ির উত্পাদন ও বিক্রি স্থিতিশীল বৃদ্ধি অব্যাহত ছিল। বিশেষ করে, নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি শিল্পের উন্নয়ন দ্রুততর হয়। জানুয়ারি থেকে জুন পর্যন্ত নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির উত্পাদন ও বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে ১২ লাখ ১৫ হাজার ও ১২ লাখ ৬ হাজার, তা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ বেশি।

চীনা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সোসাইটির উপ মহাসচিব হো ফু শেন সিএমজিকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, কোন সন্দেহ নেই চলতি বছরে চীনের নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির উত্পাদন ও বিক্রি পরিমাণ ২০ লাখ ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, গত ছয় মাসে তার উত্পাদন ও বিক্রির পরিমাণ ১২ লাখ ছাড়িয়েছে, তাই সারা বছরে এ পরিমাণ নিশ্চয় ২০ লাখের বেশি হবে।

তিনি বলেন, বাজারে নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির ব্যাপক চাহিদা রয়েছে এবং তা দিন দিন বেড়েই চলছে। গত বছর চীনের গাড়ি বাজারে নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির অনুপাত ছিল মাত্র ৫.৪ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে তা ১০ শতাংশ বেড়েছে।

“আমার মতে চীনে নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে,” যোগ করেন তিনি।

গত বছর অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্ব নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি সম্মেলন। তাতে বলা হয়, ২০৩৫ সালে বিশ্বে নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির অনুপাত ৫০ শতাংশ নিশ্চিত করবে সম্মেলনে অংশগ্রহণকারীরা।

হো ফু শেন বলেন, ২০১৫ সালে চীনা বাজারে নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির অনুপাত ২০ শতাংশ করার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। এটি সম্ভবত নির্দিষ্ট সময়ের আগেই বাস্তায়িত হবে।

তিনি বলেন, “বর্তমানে কোন কোন ক্ষেত্রে আমাদের বৈদ্যুতিক গাড়ির পেট্রোল গাড়ির সাথে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে। যেমন: ক্ষুদ্র ও স্বল্প দূরপাল্লার বৈদ্যুতিক গাড়ি একই পর্যায়ের পেট্রোল গাড়ির সাথে প্রতিযোগিতা করতে পারে । তাই ২০২৫ সালে বিদ্যুত চালিত গাড়ির বাজারজাতকরণ পুরোপুরি বাস্তবায়িত হবে বলে বিশ্বাস করি। বর্তমানে সরকারের লক্ষ্য হল ২০২৫ সালে বাজারে নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির অনুপাত ২০ শতাংশে উত্তীর্ণ করা। নির্দিষ্ট সময়ের আগেই এ লক্ষ্য বাস্তবায়িত হতে পারে, কারণ এখন এর অনুপাত ১০ শতাংশে পৌঁছেছে।”

উপাত্ত অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে, চীনের নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির রপ্তানি পরিমাণ ৮২ হাজার, তা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪২ শতাংশ বেশি। সংশ্লিষ্ট কোম্পানি ইউরোপে তাদের বাজার প্রসারিত করছে। ইউরোপে চীনা  নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির রপ্তানি বৃদ্ধি এই শিল্পে চীনকে নেতৃত্বের আসনে বসিয়েছে। চীনা গাড়ি সারা বিশ্বে যুগান্তকারী সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

হোন ফু শেন বলেন, “নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি আমাদের জন্য একটি  ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। চীনের গাড়ি এশিয়া, আফ্রিকা ও লাতিন আকেরিকায় রপ্তানি হতো। তবে এখন নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির রপ্তানি এ পরিস্থিতির পরিবর্তন করেছে। আমাদের গাড়ি শিল্পোন্নত দেশে রপ্তানি হচ্ছে। যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপে চীনা গাড়ির রপ্তানি এবং উন্নয়ন হচ্ছে। আমি মনে করি, কোম্পানি এ সুযোগ ধরে বিদেশে নিজের ব্যবসা প্রসারিত করবে।”

বর্তমানে বিশ্বের গাড়ি শিল্পের বিদ্যুতায়ন দ্রুত চলছে। তৃতীয় বিশ্বের নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি সম্মেলন আগামি ১৫-১৯ সেপ্টেম্বর চীনের হাইনান প্রদেশের হাইখো শহরে অনুষ্ঠিত হবে।

হো ফু শেন বলেন, সম্মেলন হবে নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির আন্তর্জাতিক বিনিময় ও  সহযোগিতার প্ল্যাটফর্ম এবং চীনা নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ির বিশ্বায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জানা গেছে, তিন দিনব্যাপী এ সম্মেলন যুক্তরাজ্যকে গেস্ট অব অনার হিসেবে আমন্ত্রণ জানানো হবে। সম্মেলনে অন্তর্ভুক্ত থাকবে ২১টি সেনিমার, প্রযুক্তিগত প্রদর্শনী, বিজ্ঞান ও প্রযুক্তি নির্বাচন, বিজ্ঞান ও প্রযুক্তি জনপ্রিয় গড়ে তোলার কার্যক্রম ইত্যাদি। প্রদর্শনীর আয়তন হবে ১০ হাজার বর্গ মিটার। তাতে  নতুন ধরনের জ্বালানি চালিত গাড়ি, মোটরগাড়ি চিপস, চার্জিং প্রযুক্তিসহ অন্যান্য পণ্য প্রদর্শন করা হবে। (শিশির/এনাম/রুবি)