সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের প্রস্তুতি
2021-07-19 13:47:45

জুলাই ১৯: ইতোমধ্যে শুরু হয়েছে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেসমের ২০০ দিনের কাউন্টাডাউন। থেমে নেই বৈশ্বিক এই আসরের প্রস্তুতিও। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বর্তমানে চাং চিয়া খো শহরে গেমস আয়োজনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

বেইজিং ও চাং চিয়া খো একসাথে ২০২২ শীত্কালীন অলিম্পিক গেমস আয়োজন করবে। এর মধ্যে চাং চিয়ে খো শহরে ফ্রিস্টাইল স্কিইং, বায়াথলন, স্কি জাম্পিং, ক্রস-কান্ট্রি স্কিইংসহ ছয়টি ধাপে ৫০টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এর মধ্যে জাতীয় স্কি জাম্পিং কেন্দ্রের সুয়ে রু ই ভবনে পাঁচটি স্বর্ণ পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্কি জাম্পিং প্রতিযোগিতার জন্য বাতাসের নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ।

চাং চিয়া খো আবহাওয়া সরঞ্জাম সহায়তা দলের সদস্য ওয়াং স্যু হাই জানান, প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শুরু থেকে অবতরণ পয়েন্ট পর্যন্ত সাতটি বাতাস পরীক্ষা স্টেশন স্থাপিত হয়েছে।তিনি বলেন, “চাং চিয়া খো পাহাড়ী অঞ্চলে এবং জায়গাটি ছোট হলেও এখানকার আবহাওয়ার বৈশিষ্ট্য ভিন্ন। যেমন:  স্কি জাম্পিংয়ের লম্বালম্বি ব্যবধান ১০০ মিটারের বেশি। তার মানে সূচনা থেকে বিতরণ পয়েন্ট পর্যন্ত বাতাসের পার্থক্য বেশি এবং বাতাস খেলোয়াড়দের কর্মক্ষমতার উপর প্রভাব ফেলবে। অবশ্যই, বাতাস নিরাপত্তার ওপরও প্রভাব ফেলবে। আমাদের যন্ত্র বাতাসের গতি ও দিক পর্যবেক্ষণ করে এবং উপাত্ত সংগ্রহ করে পূর্বাভাস প্রতিবেদন সরবরাহ করবে।”

পাশাপাশি, অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক নির্বাচন ও প্রশিক্ষণ কাজও কার্যকর গতিতে এগিয়ে চলছে। আরও বেশি স্বেচ্ছাসেবক নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শীত্কালীন অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত হচ্ছেন। বর্তমানে চাও চিয়া খোয় মোট ১৪,৫২৬ জন স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত হয়েছে। ইয়াং ইয়ে খুন তাদের মধ্যে একজন এবং এখন তিনি অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছেন।

তিনি বলেন, “জরুরি সহায়তা, ইংরেজি অনুবাদ, শিষ্টাচারসহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছি আমি এবং ভবিষ্যতে অফলাইন প্রশিক্ষণও নেব। আমি নিজের সেবা প্রদানের দক্ষতা উন্নয়ন করব এবং শীত্কালীন অলিম্পিক গেমসের জন্য সেবা প্রদানে প্রস্তুত আছি।”

এ পর্যন্ত চাং চিয়া খোতে শীত্কালীন অলিম্পিক গেমসের ৭৬টি গুরুত্বপূর্ণ প্রকল্পের নির্মাণ সম্পন্ন হয়েছে। চুং লি অঞ্চলের চারটি প্রতিযোগিতা ভবনও প্রস্তুত। এখন বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস আয়োজন কমিটির অনুরোধ অনুযায়ী সেখানকার  অপ্টিমাইজেশন এবং আপগ্রেডেশনের কাজ চলছে।

চাং চিয়া খো শীত্কালীন অলিম্পিক গেমস কার্যালয়ের কর্মকর্তা ছাং সিয়াও চিয়া বলেন, চাং চিয়া খোতে শীত্কালীন অলিম্পিক গেমসের সেবা নিশ্চিত করতে পরিষেবা কনভার্জেন্স প্রোমোশন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, আবাসন এবং ডাইনিং, চিকিত্সা ও নিরাপত্তা, পরিবহন ও স্বেচ্ছাসেবক, এবং আবহাওয়াসহ নানা ক্ষেত্রের কাজের দায়িত্ব বহন করে কেন্দ্রটি। অসাধারণ ও শ্রেষ্ঠ একটি শীত্কালীন অলিম্পিক গেমস আয়োজন নিশ্চিত করবে তারা।

শীত্কালীন অলিম্পিক গেমস ও তুষার বরফ ক্রীড়া সম্পর্কে মানুষের জানাশোনা জোরদার করতে নানা জায়গায় প্রচারণা অনুষ্ঠান আয়োজিত হয়। যেমন: সম্প্রতি চীনা তুষার ও বরফ কাফেলা বেইজিংয়ে তার প্রথম অনুষ্ঠান আয়োজন করে। দর্শকরা খেলাধুলার সামগ্রী দেখতে পায়। এসময় টেবিল হকি, শুকনো মাঠের কার্লিংসহ নানা গেমসে অংশগ্রহণ করতে পারে তারা। অনেক তরুণ-তরুণী ও শিশুকে আকৃষ্ট করে এ অনুষ্ঠান। একজন শিশু জানায়, “আজকের অনুষ্ঠান খুব মজার, এতে অংশ নিতে পারি খুব খুশি আমি।”

চীনা স্কেটিং সমিতির চেয়ারম্যান লি ইয়ান বলেন, কাফেলা আরও বেশি মানুষকে তুষার ও বরফ ক্রীড়া সম্পর্কে জানতে ও তাতে অংশগ্রহণে উত্সাহিত করছে। (শিশির/এনাম/রুবি)