চৌ সিং চ্য
2021-07-18 16:53:30

চৌ সিং চ্য_fororder_src=http___i1.hdslb.com_bfs_archive_bbd025a81645f16866080826148c11e950873a0c&refer=http___i1.hdslb

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চৌ সিং চ্য। শিল্পী হিসেবে তিনি খুব-একটা পরিচিত না, কিন্তু তার গানগুলো অনেক জনপ্রিয়- বিশেষ করে বিদেশে। ইউটিউবে তার গানগুলোর মোট ভিউ ৫০ কোটিরও বেশি, বিদেশে তার গানগুলো সবচেয়ে বেশি শোনা হয়েছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চৌ সিং চ্য’র কিছু সুন্দর গান শোনাবো।

অনুষ্ঠানের শুরুতে শুনুন তার একটি সুন্দর গান ‘তোমাকে ছেড়ে যাওয়ার পর’।গান ১

চৌ সিং চ্য ১৯৯৫ সালে চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময় তিনি যুক্তরাষ্ট্র যান। তিনি সেখানেই সংগীত শিখেন এবং গান রচনা করা শুরু করেন। ২০১৩ সালে চৌ সিং চ্য তাইওয়ানে ফিরে আসেন। তিনি সনি সংগীত কোম্পানিতে যোগ দেন ও শিল্পী পরিচয় ধারণ করেন। ১৯ বছর বয়সে চৌ সিং চ্য তার প্রথম গান ‘ভবিষ্যতে বন্ধু হবে না’ প্রকাশ করেন। গানটি হল তাইওয়ানের একটি টিভি নাটকের একটি গান। সেই টিভি নাটকের হাত ধরে তার গানও চীনে ও বিদেশে দ্রুত জনপ্রিয়তা পায়। এটি ইউটিউবে প্রথম ১০ কোটি ভিউ ছাড়িয়ে যায়। বন্ধুরা, চলুন গানটি শুনি।গান ২

২০১৪ সালে চৌ সিং চ্য তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা শেখা’ প্রকাশ করেন। অ্যালবামের ১২টি গানই তার নিজের রচনা। এই অ্যালবামের জন্য চৌ সিং চ্য সে বছর তাইওয়ানের শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পান। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামটির প্রধান গান ‘ভালোবাসা শেখা’। আশা করি আপনারা পছন্দ করবেন।গান ৩

চৌ সিং চ্য_fororder_src=http___i1.hdslb.com_bfs_archive_a8c3e34a80446d08ab569438144159f1ee02e3d3&refer=http___i1.hdslb

চৌ সিং চৌ’র গানগুলো বেশিরভাগই প্রেমের গান। তার প্রেমের গানের সুর কোমল, কথা মনোমুগ্ধকর, অন্যান্য জনপ্রিয় গানের তুলনায় তার গানের বিশেষ সংগীতশৈলী রয়েছে এবং একবার শুনলে মনে গভীর ছাপ পড়ে। তা ছাড়া তিনি সবসময় মানুষের মনের সূক্ষ্ম অনুভূতি সংগীতের মাধ্যমে প্রকাশ করেন। এজন্য তার গান মানুষের মনে বিশেষ অনুভূতি সৃষ্টি করে। তাই, মানুষ তার গানগুলো পছন্দ করে। বন্ধুরা, এখন শুনুন চৌ সিং চ্য’র জনপ্রিয় একটি গান ‘কি হয়েছে’, সম্প্রতি ইউটিউবে গানটির ভিউ ১০ কোটি ছাড়িয়েছে।গান ৪

২০১৬ সালে চৌ সিং চ্য তার দ্বিতীয় অ্যালবাম ‘যা ভালোবাসা শেখায়’ প্রকাশ করেন। আগের অ্যালবামের মতো এই অ্যালবামের গানগুলোও বেশ জনপ্রিয় হয়। অ্যালবামের গান ‘তুমি কেমন আছো?’ সে বছর চীনের সবচেয়ে জনপ্রিয় গানের পুরষ্কার পায়। ইউটিউবে এই গানের ভিউ বরাবরের মতো ১০ কোটি ছাড়িয়ে গেছে। চীন ছাড়া চৌ সিং চ্য দক্ষিণ-পূর্ব এশিয়াতেও বেশ জনপ্রিয়। তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া-সহ নানা দেশে কনসার্ট আয়োজন করেছেন। বন্ধুরা, এখন চৌ সিং চ্য’র জনপ্রিয় গান ‘তুমি কেমন আছো?’ শুনুন।গান ৫

বন্ধুরা, পরের গানে আমরা শুনবো চৌ সিং চ্য’র আরেকটি বেশ জনপ্রিয় গান। গানের নাম- ‘যে প্রেম কখনও সংযোগ হারায় না’। গানটি একটি চীনা টিভি নাটকের থিম সং। গানের মনোমুগ্ধকর সুর ও কথা অনেক মানুষকে আকর্ষণ করেছে। অনেক শিল্পী এ গানটি গেয়েছেন। চীনের জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ওয়াংইইয়ুনে এই গান নিয়ে দেড় লাখেরও বেশি মন্তব্য করা হয়েছে। বন্ধুরা, এখন চৌ সিং চ্য’র সুন্দর গান ‘যে প্রেম কখনও সংযোগ হারায় না’ শুনবো।গাম ৬

শিল্পী হিসেবে চৌ সিং চ্য বেশি পরিচিত না- তা আগেই বলেছি। কিন্তু তার গানগুলো দেশে দেশে দারুণ জনপ্রিয় হয়েছে এবং একটি নতুন সংগীত প্রবণতা সৃষ্টি করছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে চৌ সিং চ্য’র আরেকটি জনপ্রিয় গান ‘বৃষ্টির পর’ শুনবো; আশা করি তার গানগুলো আপনারা পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানে শেষ করছি, আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।  এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।