চীনা প্রকল্প এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মহামারী প্রতিরোধ ও অর্থনীতি পুনরুদ্ধারে শক্তি দিয়েছে: সিআরআই
2021-07-17 18:51:24

জুলাই ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (শুক্রবার) বেইজিং থেকে অনলাইনে এপেকের নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক সম্মেলনে অংশ নেন ও ভাষণ দেন। ভাষণে প্রেসিডেন্ট সি মহামারী প্রতিরোধে সহযোগিতা এবং অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে চারটি প্রস্তাব দেন। প্রেসিডেন্ট সি’র ভাষণ ব্যাপকভাবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিভিন্ন পক্ষ এ ভাষণের প্রশংসা করেছে।

এবারের সম্মেলনে প্রেসিডেন্ট সি মহামারী প্রতিরোধে আন্তর্জাতিক সমাজকে চীনের সমর্থন ও বিভিন্ন ব্যবস্থার কথা বলেন। কোভিড-১৯ টিকাকে মেধাস্বত্বমুক্তকরণে সমর্থন দিতে আগামী তিন বছরে উন্নয়নশীল দেশগুলোকে ৩০০ কোটি মার্কিন ডলার সাহায্য দেবে চীন। তা ছাড়া, চীন টিকা সরবরাহ চেইনের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে এবং পণ্য সরবরাহ-সহ বিভিন্ন কাজে অংশ নেবে। এপেকের মাধ্যমে ‘মহামারি মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার’ তহবিল প্রতিষ্ঠা করবে চীন। চীনের এসব বাস্তব পদক্ষেপ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য কল্যাণকর হবে। এতে এতদাঞ্চলের দেশগুলোর সঙ্গে চীনের যৌথভাবে প্রতিবন্ধকতা দূর করার দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশিত হয়েছে। (লিলি/তৌহিদ/তুহিনা)