সাহিত্যের কাজ হচ্ছে ক্রিটিক করা: মোজাফ্ফর হোসেন
2021-07-16 19:18:16

সাহিত্যের কাজ হচ্ছে ক্রিটিক করা: মোজাফ্ফর হোসেন_fororder_wenhua1111

বিশুদ্ধ আর্ট বলে কিছু আছে আমি মনে করি না। সাহিত্যের কাজ হচ্ছে সমাজের ক্রিটিক করা।

আমি যেভাবে সাহিত্যটা রিড করি, আমি যেভাবে লিখতে চাই- সেটি হলো আমি ক্রিটিক করতে চাই রাষ্ট্রকে, যদি কখনো প্রয়োজন হয় ধর্মকেও; আমার পরিবারের সিস্টেমকে, আমার বাবাকে, আমার মাকে- এবং যদি প্রয়োজন হয় নিজেকেও। ব্যক্তিকেও আমি ক্রিটিক করতে ছাড়বো না।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এভাবে নিজের সাহিত্য-ভাবনা তুলে ধরলেন এ সময়ের আলোচিত কথাসাহিত্যিক-প্রাবন্ধিক মোজাফ্ফর হোসেন। খোলামেলা কথা বলেছে তার গল্পসাহিত্য ও প্রথম উপন্যাস তিমিরযাত্রা নিয়ে।

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম।