জাং মি: বেইজিংয়ে চলছে চিরায়ত চীনা ঘরানার শিল্প প্রদর্শনী
2021-07-16 19:15:37

জাং মি: বেইজিংয়ে চলছে চিরায়ত চীনা ঘরানার শিল্প প্রদর্শনী_fororder_wenjhua1জাং মি: বেইজিংয়ে চলছে চিরায়ত চীনা ঘরানার শিল্প প্রদর্শনী_fororder_wenhua11

ক্যালিগ্রাফি বা হস্তলিপি শিল্প চীনের তিন চার হাজার বছরের ঐতিহ্যবাহী শিল্প। চীনা শিল্প চর্চার ইতিহাসে ক্যালিগ্রাফি বা শু ফা’র রয়েছে বিশেষ অবস্থান এবং তুমুল জনপ্রিয়তা।

চিরায়ত চায়নিজ পেইন্টংয়ের আরেকটি ঘরানা হলো ‘পর্বত ও জল’। এটি চীনের ইংক পেইন্টিংয়ের একটি বিশেষ প্রকাশ। ইংক অ্যান্ড ওয়াশ পেইন্টিংকে চীনা ভাষায় বলা হয় শুই মো হুয়া। হাজার হাজার বছর ধরে চীনের শিল্পচর্চায় বিশিষ্ট স্থান ধরে রেখেছে এই শুই মো হুয়া শিল্প।

বর্তমান চীনে এই ধারার একজন বয়োজ্যেষ্ঠ এবং তুমুল জনপ্রিয় শিল্পী হলেন জাং মি। তাঁর একক শিল্পকর্মের প্রদর্শনী চলছে বেইজিংয়ের চায়না ইন্টারন্যাশনাল কালচার এক্সচেঞ্জ সেন্টারে। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁর বেশ কিছু ক্যালিগ্রাফি এবং পর্বত ও জল ঘরানার চিরায়ত ধাঁচের কিছু পেইন্টিং।

 

 

ছবি: জাং মিং

বিখ্যাত এই শিল্পীর জন্ম ১৯৩৫ সালে ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরে। ১৯৫৭ সালে তিনি চেচিয়াং অ্যাকাডেমি অব ফাইন আর্টসে ভর্তি হন। ১৯৬২ সালে পাশ করার পর তিনি শিক্ষকতা পেশা গ্রহণ করেন। ১৯৯১ সালে বেইজিংয়ে চায়নিজ পেইন্টিং রিসার্চ ইন্সটি্টিউটে তার প্রথম একক শিল্প প্রদর্শনী হয়। তিনি পাশ্চাত্যের বিভিন্ন শিল্প প্রদর্শনীতে অংশ নিয়েছেন এবং ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।

২০২০ সালে বেইজিংয়ে চায়না গার্ডিয়ান অকশনে তার আঁকা একটি ছবি ৭ লাখ ৩৪ হাজার ৮শ ৭৯ মার্কিন ডলারে বিক্রি হয় যা একটি রেকর্ড। ৯০ বছর বয়সী এই শিল্পীর শিল্পকর্ম দেখতে বেইজিংয়ে চলমান প্রদর্শনীতে দর্শকদের বিপুল আগ্রহ লক্ষ্য করা গেছে।

-শান্তা মারিয়া