আজকের টপিক: চলতি বছরের প্রথমার্ধে চীনের বৈদেশিক বাণিজ্য ছিল স্থিতিশীল
2021-07-16 18:12:02

জুলাই ১৪: চীনের শুল্ক সাধারণ বিভাগের গত ১৩ জুলাই প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, চলতি বছরের প্রথমার্ধে চীনের বৈদেশিক বাণিজ্যে আমদানি-রফতানির মোট মূল্য ছিল ১৮.০৭ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭.১ শতাংশ বেশি। চীনের বৈদেশিক বাণিজ্যে টানা ১৩ মাস ধরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

চীনের শুল্ক সাধারণ বিভাগের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে চীনের বৈদেশিক বাণিজ্যে আমদানি ও রফতানির মোট মূল্য ছিল ১৮.০৭ ট্রিলিয়ন ইউয়ান, যার মধ্যে রফতানির পরিমাণ ৯.৮৫  ট্রিলিয়ন ইউয়ান ও আমদানির পরিমাণ ৮.২২ ট্রিলিয়ন ইউয়ান। জুনে বৈদেশিক বাণিজ্যের আমদানি-রফতানি পৌঁছায় ৩.২৯ ট্রিলিয়ন ইউয়ানে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।

চীনের শুল্ক সাধারণ বিভাগের মুখপাত্র লি খুইওয়েন বলেন, দেশীয় অর্থনীতি স্থিতিশীল আছে এবং ক্রমশ উন্নতি করছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক বাণিজ্যেও। তিনি বলেন

 

“বছরের প্রথমার্ধে আমাদের দেশের অর্থনীতি অবিচ্ছিন্নভাবে পুনরুদ্ধার হয়েছে; শিল্পে স্থায়ী সম্পদের বিনিয়োগ ও খুচরা বিক্রির মোট পরিমাণসহ প্রধান অর্থনৈতিক সূচকগুলো ইতিবাচকভাবে বেড়েছে। এটি বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীল প্রবৃদ্ধির জন্য দৃঢ় ভিত্তি সৃষ্টি করে।”

পরিসংখ্যানে বলা হয়েছে, বছরের প্রথমার্ধে, চীনের সঙ্গে  প্রধান বাণিজ্যিক অংশীদারদের আমদানি-রফতানি ক্রমশ বেড়েছে। শীর্ষ তিনটি বাণিজ্যিক অংশীদার আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের আমদানি-রফতানির মোট পরিমাণ ছিল যথাক্রমে ২.৬৬ ট্রিলিয়ন, ২.৫২ ট্রিলিয়ন ও ২.২১ ট্রিলিয়ন ইউয়ান। প্রতিটি ক্ষেত্রেই প্রবৃদ্ধি হয়েছে ৩০ শতাংশের মতো। জাপানের সঙ্গে চীনের আমদানি-রফতানি ছিল ১.১৮ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪.৫ শতাংশ বেশি। একই সময় ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশসমূহ ও আরসিইপি বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে চীনের আমদানি-রফতানির মোট পরিমাণ ছিল যথাক্রমে ২৭.৫ ও ২২.৭ শতাংশ বেশি।

চলতি বছরের প্রথমার্ধে, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে চীনের আমদানি-রফতানির পরিমাণ ছিল ৫.৩৫ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭.৫ শতাংশ বেশি। আর এ ছিল চীনের বৈদেশিক আমদানি-রফতানির মোট পরিমাণের ২৯.৬ শতাংশ। এই সম্পর্কে লি খুইওয়েন বলেন

 

“দেশের ইস্পাতের পণ্য, অটোমোবাইল ইত্যাদি রফতানি খাতে ভাল করেছে, যা আমাদের দেশের রফতানি বৃদ্ধির মূল কারণ।”

পরিসংখ্যানে আরো বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে চীনে সাধারণ বাণিজ্যে আমদানি-রফতানির পরিমাণ ছিল ১১.১৯ ট্রিলিয়ন ইউয়ান, যা ৩০.৭ শতাংশ বেড়েছে এবং চীনের বৈদেশিক বাণিজ্যের মোট মূল্যের ৬১.৯ শতাংশ। এটি গত বছরের একই সময়ের তুলনায় ১.৭ শতাংশ পয়েন্ট বেড়েছে। চীনের যান্ত্রিক ও বৈদ্যুতিক পণ্যগুলোর রফতানি বেড়েছে। বছরের প্রথমার্ধে ৫.৮৩ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের এ ধরনের পণ্য রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৯.৫ শতাংশ বেশি।

চীনের শুল্ক সাধারণ বিভাগের তথ্য মুখপাত্র লি খুইওয়েন বলেন, বছরের বাকি সময়ও চীনের আমদানি-রফতানি ক্রমশ বাড়বে বলে আশা করা যায়। তিনি বলেন

 

“কোভিড-১৯ মহামারী নতুন করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে পথে আরও অস্থিতিশীল ও অজানা ফ্যাক্টর রয়েছে। গত বছরের শেষার্ধে চীনের বৈদেশিক বাণিজ্যের আমদানি-রফতানির মোট পরিমাণ ছিল ২০১৯ সালের তুলনায় ২৭ শতাংশ বেশি। চলতি বছরের শেষার্ধে আমদানি-রফতানি আগের বছরের একই সময়ের চেয়ে খানিকটা কম হতে পারে।” (ওয়াং হাইমান/আলিম/ছাই)