চলতি বছরে চীনা অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে ৮ থেকে ৯ শতাংশ
2021-07-16 15:48:51

জুলাই ১৬: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো গতকাল (বৃহস্পতিবার) চীনা অর্থনীতির চলতি বছরের প্রথমার্ধের পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিসংখ্যানে বলা হয়েছে, চলতি বছরের প্রথমার্ধে চীনের জিডিপি গত বছরের একই সময়ের চেয়ে ১২.৭ শতাংশ বেড়েছে। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, চীনা অর্থনীতিতে উচ্চ মানের উন্নয়ন সাধিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে: বছরের দ্বিতীয়ার্ধে চীনা অর্থনীতির অবস্থা কেমন দাঁড়াবে?

বৃহস্পতিবার প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২১ সালের প্রথমার্ধে চীনের জনগণের জীবনযাত্রার মানে উন্নয়নের ধারা বজায় ছিল। এসসময় কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথমার্ধে জাতীয় নগর জরিপ অনুসারে, বেকারত্বের হার ছিল গড়ে ৫.২ শতাংশ, যা প্রথম তিন মাসের চেয়ে ০.২ শতাংশ কম এবং পূর্বানুমানের চেয়ে ৫.৫ শতাংশ কম। সিপিআই-ও ক্রমশ কমেছে। জাতীয় মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয় দুই বছরে গড়ে ৫.২ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রীয় পরিষদের কাউন্সেলর কার্যালয়ের বিশেষ গবেষক ইয়াও জিং ইউয়ান মনে করেন, বছরের প্রথমার্ধে অর্থনীতির সাফল্যের মধ্যে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ছিল সবচেয়ে বড় বিষয়। তিনি বলেন,

“আমাদের অর্থনীতিসংশ্লিষ্ট সকল কাজের মূল লক্ষ্য হলো জনগণের জীবনমান উন্নত করা। সেজন্য অর্থনীতির উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা জানি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মসংস্থান। বছরের প্রথমার্ধে চীনে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। প্রথম ছয় মাসে বার্ষিক নতুন কর্মসংস্থানের লক্ষ্যমাত্রার ৬৩.৫ শতাংশ অর্জিত হয়। এটি হলো চীনা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সাফল্য। নগর ও গ্রামীণ বাসিন্দাদের আয় মূলত জাতীয় অর্থনীতির বৃদ্ধির সাথে সম্পর্কিত। আমি মনে করি, শহুরে ও গ্রামীণ বাসিন্দাদের আয়সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কৃষকদের মাথাপিছু আয় বৃদ্ধির গতি শহরের বাসিন্দাদের তুলনায় বেশি। সেজন্য এ বছরের প্রথমার্ধে অর্থনীতির আরেকটি সাফল্য হলো, গ্রামীণ ও শহুর নাগরিকদের আয়ের পার্থক্য অনেক কমেছে।”

পরিসংখ্যান অনুসারে, বছরের প্রথমার্ধে চীনা অর্থনীতি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কাঠামোগত সমন্বয়ের কাজও সমানতালে চলেছে। পরিষেবা শিল্প অর্থনীতির প্রবৃদ্ধিতে অবদান রেখেছে ৫৩ শতাংশ, যা প্রথম তিন মাসের চেয়ে ২.১ শতাংশ বেশি। উত্পাদন শিল্পে প্রবৃদ্ধির হার ছিল জিডিপির ২৭.৯ শতাংশ, যা গত বছরের একই সময়ের চেয়ে ১.৩ শতাংশ বেশি। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভোগের অবদান ছিল ৬১.৭ শতাংশ।  ইয়াও জিং ইউয়ান বলেন,

“বছরের প্রথমার্ধে নতুন জ্বালানিচালিত গাড়ির উত্পাদন ২০০ শতাংশ বেড়েছে। শিল্পরোবট উত্পাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৭০ শতাংশ। এসময় নব্যতাপ্রবর্তন উন্নয়নের অন্যতমত চালিকাশক্তিতে পরিণত হয়।”

বিশ্লেষকরা মনে করেন, চলতি বছরের প্রথমার্ধে অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন, বছরের দ্বিতীয়ার্ধের অর্থনীতির উন্নয়নের ভিত্তি তৈরি করেছে। দ্বিতীয়ার্ধে চীনা অর্থনীতি স্থিতিশীলভাবে উন্নত হবে। ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক পরিচালনা একাডেমি’র অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং চীনা অর্থনীতি ও সমাজ পরিসংখ্যান গবেষণাকেন্দ্রের পরিচালক স্যু সিয়া ছুন বলেন,

“আমার মনে হয়, যদিও পরের তিন মাসে চীনা অর্থনীতি অব্যাহতভাবে বৃদ্ধি পাবে, তবে বছরের প্রথমার্ধের চেয়ে সেটা কিছুটা কম হবে। চলতি বছরে চীনা অর্থনীতিতে সার্বিকভাবে প্রবৃদ্ধি হবে ৮.৫ থেকে ৯ শতাংশ পর্যন্ত।” (ছাই/আলিম/ওয়াং হাইমান)