আপন আলোয় ২৫
2021-07-16 19:14:26

এ পর্বে থাকছে

১. প্রতিবেদন: জাং মি: বেইজিংয়ে চলছে চিরায়ত চীনা ঘরানার শিল্প প্রদর্শনী

২. চীনের চলচ্চিত্র: দেশপ্রেমের গল্প নিয়ে সিনেমা মাতাচ্ছে চীনের দর্শকদের

৩. অন্তরঙ্গ আলাপন: মোজাফ্ফর হোসেন, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

জাং মি: বেইজিংয়ে চলছে চিরায়ত চীনা ঘরানার শিল্প প্রদর্শনী

আপন আলোয় ২৫  সাহিত্যের কাজ হচ্ছে ক্রিটিক করা: মোজাফ্ফর হোসেন_fororder_wenjhua1

ক্যালিগ্রাফি বা হস্তলিপি শিল্প চীনের তিন চার হাজার বছরের ঐতিহ্যবাহী শিল্প। চীনা শিল্প চর্চার ইতিহাসে ক্যালিগ্রাফি বা শু ফা’র রয়েছে বিশেষ অবস্থান এবং তুমুল জনপ্রিয়তা।

চিরায়ত চায়নিজ পেইন্টংয়ের আরেকটি ঘরানা হলো ‘পর্বত ও জল’। এটি চীনের ইংক পেইন্টিংয়ের একটি বিশেষ প্রকাশ। ইংক অ্যান্ড ওয়াশ পেইন্টিংকে চীনা ভাষায় বলা হয় শুই মো হুয়া। হাজার হাজার বছর ধরে চীনের শিল্পচর্চায় বিশিষ্ট স্থান ধরে রেখেছে এই শুই মো হুয়া শিল্প।

বর্তমান চীনে এই ধারার একজন বয়োজ্যেষ্ঠ এবং তুমুল জনপ্রিয় শিল্পী হলেন জাং মি। তাঁর একক শিল্পকর্মের প্রদর্শনী চলছে বেইজিংয়ের চায়না ইন্টারন্যাশনাল কালচার এক্সচেঞ্জ সেন্টারে। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁর বেশ কিছু ক্যালিগ্রাফি এবং পর্বত ও জল ঘরানার চিরায়ত ধাঁচের কিছু পেইন্টিং।

আপন আলোয় ২৫  সাহিত্যের কাজ হচ্ছে ক্রিটিক করা: মোজাফ্ফর হোসেন_fororder_wenhua11

ছবি: জাং মিং

বিখ্যাত এই শিল্পীর জন্ম ১৯৩৫ সালে ফুচিয়ান প্রদেশের ফুচৌ শহরে। ১৯৫৭ সালে তিনি চেচিয়াং অ্যাকাডেমি অব ফাইন আর্টসে ভর্তি হন। ১৯৬২ সালে পাশ করার পর তিনি শিক্ষকতা পেশা গ্রহণ করেন। ১৯৯১ সালে বেইজিংয়ে চায়নিজ পেইন্টিং রিসার্চ ইন্সটি্টিউটে তার প্রথম একক শিল্প প্রদর্শনী হয়। তিনি পাশ্চাত্যের বিভিন্ন শিল্প প্রদর্শনীতে অংশ নিয়েছেন এবং ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।

২০২০ সালে বেইজিংয়ে চায়না গার্ডিয়ান অকশনে তার আঁকা একটি ছবি ৭ লাখ ৩৪ হাজার ৮শ ৭৯ মার্কিন ডলারে বিক্রি হয় যা একটি রেকর্ড। ৯০ বছর বয়সী এই শিল্পীর শিল্পকর্ম দেখতে বেইজিংয়ে চলমান প্রদর্শনীতে দর্শকদের বিপুল আগ্রহ লক্ষ্য করা গেছে।

-শান্তা মারিয়া

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

আপন আলোয় ২৫  সাহিত্যের কাজ হচ্ছে ক্রিটিক করা: মোজাফ্ফর হোসেন_fororder_wenhua111

 

চীনের চলচ্চিত্র

দেশপ্রেমের গল্প নিয়ে সিনেমা মাতাচ্ছে চীনের দর্শকদের

দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত চীনের একগুচ্ছ সিনেমা বক্স অফিসে রাজত্ব করে চলছে। সুস্থ ও মননশীল গল্প, সৃজনশীল নির্মাণ শৈলী এবং মনোমুগ্ধকর পরিবেশনার কারণেই এই সিনেমাগুলো দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এখনো উৎসবের আমেজ বিরাজ করছে পুরো চীন জুড়ে,তার রেশও যেন পড়েছে চীনের সিনেমা হলগুলোতে।

দর্শকের প্রশংসা এবং বক্স অফিস কালেকশন উভয়ই বেড়েছে সমানতালে। কারণ দর্শকদের আবেগের জায়গাগুলো স্পর্শ করতে পেরেছে সিনেমাগুলো।

৩২ বছর ধরে চিয়াংশু প্রদেশের সীমান্ত এলাকার সান দ্বীপ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করে দেয়া দম্পতি ওয়াং জিছাই ও স্ত্রী ওয়াং শি হুয়ার জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘আইল্যান্ড কিপার’ দারূণ ব্যবসা করে।

এ ছাড়াও পহেলা জুলাই মুক্তি পাওয়া সিপিসির বিপ্লবী গল্পের সিনেমা ‘নাইনটিন টুয়েন্টি ওয়ান’ (1921) এবং ‘দি পাইওনিয়ার’ উদ্বোধনী দিনেই রেকর্ড ব্যবসা করে।

চীনের উহানে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করা চিকিৎসকদের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘চাইনিজ ডক্টরস’ মুক্তির প্রথম দিনেই ৯৩.১৩ মিলিয়ন ইউয়ান আয় করে যা পুরো সিনেমার নির্মাণ ব্যয়ের ৬৫ শতাংশ।

দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাগুলোর সাফল্য এই ধরণের সিনেমা নির্মাণে চলচ্চিত্র নির্মাতাদের বেশ উৎসাহিত করবে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা । ‘দি রেড বোট’, ‘দি কোল্ডেস্ট গান’ ও দি ব্যাটেল অ্যাট লেক চাংচিন’সহ আরও কিছু দেশপ্রেমমূলক সিনেমা চলতি গ্রীষ্মে চীনা দর্শকরা উপভোগ করতে পারবেন । -হোসনে মোবারক সৌরভ

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

অন্তরঙ্গ আলাপন

সাহিত্যের কাজ হচ্ছে ক্রিটিক করা: মোজাফ্ফর হোসেন

আপন আলোয় ২৫  সাহিত্যের কাজ হচ্ছে ক্রিটিক করা: মোজাফ্ফর হোসেন_fororder_wenhua1111

ছবি: মোজাফ্ফর হোসেন

বিশুদ্ধ আর্ট বলে কিছু আছে আমি মনে করি না। সাহিত্যের কাজ হচ্ছে সমাজের ক্রিটিক করা।

আমি যেভাবে সাহিত্যটা রিড করি, আমি যেভাবে লিখতে চাই- সেটি হলো আমি ক্রিটিক করতে চাই রাষ্ট্রকে, যদি কখনো প্রয়োজন হয় ধর্মকেও; আমার পরিবারের সিস্টেমকে, আমার বাবাকে, আমার মাকে- এবং যদি প্রয়োজন হয় নিজেকেও। ব্যক্তিকেও আমি ক্রিটিক করতে ছাড়বো না।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এভাবে নিজের সাহিত্য-ভাবনা তুলে ধরলেন এ সময়ের আলোচিত কথাসাহিত্যিক-প্রাবন্ধিক মোজাফ্ফর হোসেন। খোলামেলা কথা বলেছে তার গল্পসাহিত্য ও প্রথম উপন্যাস তিমিরযাত্রা নিয়ে।

সাক্ষাৎকার গ্রহণ: মাহমুদ হাশিম

-    -    -    -    -    -    -    -    -    -    -    -    -

 

 

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে। চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন। সিএমজি বাংলা’র ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন।

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকুন।

 

 

প্রতিবেদন: শান্তা মারিয়া ও হোসনে মোবারক সৌরভ

 

ছবি ও অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।