দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত চীনের একগুচ্ছ সিনেমা বক্স অফিসে রাজত্ব করে চলছে। সুস্থ ও মননশীল গল্প, সৃজনশীল নির্মাণ শৈলী এবং মনোমুগ্ধকর পরিবেশনার কারণেই এই সিনেমাগুলো দর্শক আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির শততম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এখনো উৎসবের আমেজ বিরাজ করছে পুরো চীন জুড়ে,তার রেশও যেন পড়েছে চীনের সিনেমা হলগুলোতে।
দর্শকের প্রশংসা এবং বক্স অফিস কালেকশন উভয়ই বেড়েছে সমানতালে। কারণ দর্শকদের আবেগের জায়গাগুলো স্পর্শ করতে পেরেছে সিনেমাগুলো।
৩২ বছর ধরে চিয়াংশু প্রদেশের সীমান্ত এলাকার সান দ্বীপ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করে দেয়া দম্পতি ওয়াং জিছাই ও স্ত্রী ওয়াং শি হুয়ার জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘আইল্যান্ড কিপার’ দারূণ ব্যবসা করে।
এ ছাড়াও পহেলা জুলাই মুক্তি পাওয়া সিপিসির বিপ্লবী গল্পের সিনেমা ‘নাইনটিন টুয়েন্টি ওয়ান’ (1921) এবং ‘দি পাইওনিয়ার’ উদ্বোধনী দিনেই রেকর্ড ব্যবসা করে।
চীনের উহানে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করা চিকিৎসকদের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘চাইনিজ ডক্টরস’ মুক্তির প্রথম দিনেই ৯৩.১৩ মিলিয়ন ইউয়ান আয় করে যা পুরো সিনেমার নির্মাণ ব্যয়ের ৬৫ শতাংশ।
দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাগুলোর সাফল্য এই ধরণের সিনেমা নির্মাণে চলচ্চিত্র নির্মাতাদের বেশ উৎসাহিত করবে বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা । ‘দি রেড বোট’, ‘দি কোল্ডেস্ট গান’ ও দি ব্যাটেল অ্যাট লেক চাংচিন’সহ আরও কিছু দেশপ্রেমমূলক সিনেমা চলতি গ্রীষ্মে চীনা দর্শকরা উপভোগ করতে পারবেন ।
-হোসনে মোবারক সৌরভ