রোববারের আলাপন-কোপা জয়ে কাটলো আর্জেন্টিনার ট্রফি খরা
2021-07-16 23:16:57

আকাশ: বন্ধুরা, গত রোববার চলতি বছরের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আর্জেন্টিনা ১:০ গোলে ব্রাজিলকে পরাজিত করে এবারের চ্যাম্পিয়ন হয়। 

সুদীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনা আবার কোপা আমেরিকা ট্রফি জিতলো। বন্ধুরা, আমরা এখন এ সম্পর্কে একটি খবর আপনাদের সাথে শেয়ার করব, কেমন?

গত রোববার সকালে ঢাকাবাসীর ঘুম ভেঙেছে, মেসি, মেসি বা আর্জেন্টিনা, আর্জেন্টিনা শ্লোগান শুনে। কারণ বাংলাদেশ সময় সকাল ৬টা থেকে শুরু হয় কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। এ আসরে ২৮ বছরের শিরোপা খরা ঘুঁচিয়েছে আর্জেন্টিনা। আর ১৭ হাজার কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনা আর মেসিদের শিরোপের জয়ের আনন্দে উদ্বেল হয়ে ওঠে বাংলাদেশের রাজধানী। তবে, শুধু রাজধানী বললে ভুল হবে, কারণ দক্ষিণ আমেরিকার এই দুই দেশের ফুটবল লড়াই নিয়ে উন্মাদনা দেখা যায় গোটা বাংলাদেশ জুড়ে। আর্জেন্টিনার এ জয়ের খবর সকালের প্রথম সংবাদ হিসেবে ছড়িয়ে পড়ে সব জায়াগায়। বাদ যায়নি সামাজিক যোগাযোগমাধ্যমও।
এক আর্জেন্টাইন ফ্যান ফেইসবুকে লিখেছেন, “অবশেষে আর্জেন্টিনা। জয়তু। মেসি-টিমকে অভিনন্দন। আমার বন্ধুদের মধ্যে যারা আমার মতো আর্জেনটিনা সমর্থক তাদের সবাইকে অভিনন্দন।” বসে নেই ভিন্ন শিবিরের সমর্থকেরাও। তারাও অভিনন্দন জানিয়েছেন একটু ব্যঙ্গ করে। মুকিমুল আহসান হিমেল নামে এক ব্রাজিল সমর্থক লিখেছেন, “অভিনন্দন আর্জেন্টিনা। রঙিন টিভির যুগে প্রথম কোন কাপ জয়।” খেলার সমালোচনাও করেছেন কেউ কেউ। ফাইজুল হক ফয়সাল নামে একজন লিখেছেন, “সারারাত জেগে বসে রইলাম ফুটবল খেলা দেখার জন্য.. সকালে দেখলাম রাগবি, এরা নাকি শৈল্পিক।”

খেলা উপলক্ষ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকরা যেমন কষ্ট পেয়েছেন, তেমনি নানাভাবে খুশি উদযাপন করেছেন আর্জেটাইন সমর্থকরা। সব মিলিয়ে হাজার হাজার মাইল দূরের এই দুই দেশ যে কঠিন পরিস্থিতিতেও এ তটের মানুষের জীবনে আনন্দের উপলক্ষ্য হয়ে উঠতে পারে, তা বলাই যায়।

বন্ধুরা, আমি এবং এনাম দুজনেই আর্জেটাইন ফুটবলের ভক্ত। আমরা অবশ্যই আর্জেটিনাকে সমর্থন করি। এনাম, আপনি জানেন? আমার ছোটবেলায় আমার ক্লাসের বন্ধুরা, যারা ফুটবল খেলতেন, তাদের মধ্যে অনেকে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি কিনে পড়তো। আপনার কী তেমন কোনো স্মৃতি রয়েছে?