কফি হাউসের আড্ডা মহামারীতে চীন-বাংলাদেশ যোগাযোগ: মারুফ হাসান ও তাঁর বন্ধুদের উদ্যোগ
2021-07-16 16:50:28

কফি হাউসের আড্ডা মহামারীতে চীন-বাংলাদেশ যোগাযোগ: মারুফ হাসান ও তাঁর বন্ধুদের উদ্যোগ_fororder_微信图片_20210716091151

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব মারুফ হাসান। তিনি ২০১৮ সালে চীনের উহান শহরের হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন প্রশাসন বিভাগে বৃত্তি নিয়ে মাস্টার্স ডিগ্রি নেওয়অর জন্য আসেন। তিনি  ২০২০ সালে একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে চীনের সরকারি শিক্ষাবৃত্তিতে পিএইচডি কোর্সে ভর্তি হন। জনাব মারুফ চীনে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (www.bcysa.org)-এর বর্তমান সভাপতি এবং চীনে অধ্যয়নকারী বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই (www.abc-alumni.org)-এর যুগ্ন সম্পাদক। তিনি আরও অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সংযুক্ত ছিলেন। এখন মহামারীর কারণে তিনি তাঁর বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে পারছেন না। তবে বাংলাদেশে থাকলেও, তিনি এবং তাঁর অনেক বন্ধুর যৌথ প্রচেষ্টায় চীন-বাংলাদেশ যোগাযোগ জোরদার করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। চলুন, কথা বলি জনাব মারুফ হাসানের সঙ্গে।

(স্বর্ণা/আলিম/ছাই)