উদ্যোক্তা জাফর আহমেদের সাক্ষাত্কার
2021-07-16 16:13:07

উদ্যোক্তা জাফর আহমেদের সাক্ষাত্কার_fororder_微信图片_20210716143005

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’ আসরে আমার সাথে যোগ দিচ্ছেন উদ্যোক্তা জাফর আহমেদ। তিনি “আনহুই বেস্ট ইন্টারন্যাশনাল কোম্পানি” এর সত্বাধিকারী । ২০১৮ সালে তিনি এই কোম্পানি প্রতিষ্ঠা করেন। এর মূল ব্যবসা ইয়ার্ন, সূতা, ফেব্রিক্স ও অ্যাক্সেসরিজ রফতানি করা। জাফর আহমেদ চীন ও চীনা সংস্কৃতির অনুরাগী। ২০১২ সালে তিনি বাংলাদেশে এক চীনা রেস্তোঁরা প্রতিষ্ঠা করেন। বর্তমানে চীনা ইলেক্ট্রনিক পণ্য, পোষাক ও আসবাবপত্রসহ সংশ্লিষ্ট খাতে তাঁর বিনিয়োগ রয়েছে। তো চলুন তাঁর কথা শুনি।