“ডিপ ডিসকাউন্ট বা অপ্রত্যাশিত ছাড়ের ব্যাপারে ভোক্তাদের সচেতন হওয়া উচিত। “
2021-07-15 19:24:16

ব্যবসাপাতির ৩০তম পর্বে যা থাকছে

# বাংলাদেশের ই-কমার্স খাত নিয়ে এতো সমালোচনা কেন?  

# লাইভ-স্ট্রিমিং যেভাবে কেন এতো জনপ্রিয় চীনে?  

# যেভাবে দূরের গ্রাম হলো ‘সবুজ ও সাজানো’ পর্যটন শহর।

 

 

 

সপ্তাহের সাক্ষাকার:

ডিপ ডিসকাউন্ট বা অপ্রত্যাশিত পরিমাণ ছাড়ের ব্যাপারে ভোক্তাদের সচেতন হওয়া উচিত অতিলোভ সব সময় মানুষকে ক্ষতিগ্রস্ত করে অতিছাড় মানেই সেখানে প্রতারণার আশঙ্কা থাকে অপ্রত্যাশিত পরিমাণ ছাড়ের অফার থেকে দূরে থাকা উচিত ভোক্তাদের নতুন যে আইন হয়েছে তাতে অতিছাড় দেয়া কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে কিংবা ভোক্তাকে প্রতারিত করতে পারবে না

                

“ডিপ ডিসকাউন্ট বা অপ্রত্যাশিত ছাড়ের ব্যাপারে ভোক্তাদের সচেতন হওয়া উচিত। “_fororder_jingji1

                       -শাহাবুদ্দিন শিপন