আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে বাড়ছে নারীর অংশগ্রহণ
2021-07-15 18:06:31

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে বাড়ছে নারীর অংশগ্রহণ_fororder_nvxing3

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে বাড়ছে নারীর অংশগ্রহণ_fororder_nvxing2

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে বাড়ছে নারীর অংশগ্রহণ_fororder_nvxing1

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স উন্নয়নে নারীর অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। তবে আরও বেশি সংখ্যায় নারীকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে –এমন তথ্য উঠে এসেছে সাংহাইতে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে।  এই কনফারেন্সে দেখা গেছে প্রদর্শনীর অনেক নতুন পণ্য তৈরি করেছেন নারীরা। এআই ইউনিকম সেন্সে টাইম প্রদর্শনীতে এনেছে স্বয়ংচালিত মিনি বাস যেটির প্রস্ততকারী দলের নেতৃত্বে ছিলেন একজন নারী প্রকৌশলী। শি চিয়ানফিং নামের এই নারী প্রকৌশলী কৃত্রিম বৃদ্ধিমত্তা শিল্পে আছেন বেশ কয়েক বছর ধরে এ্বং তার কোম্পানির হাতে গোনা কয়েকজন নারী প্রকৌশলীর অন্যতম। সেন্সে টাইমের ইন্টেলিজেন্ট ড্রাইভিং বিজনেস বিভাগের ভাইস  প্রেসিডেন্ট এই নারী বলেন, ‘আমাদের দলের ৮০ থেকে ৯০ শতাংশই পুরুষ। আমি মনে করি নারীর দৃষ্টিভঙ্গী এখানে প্রয়োজন ভিন্ন রকমের মাত্রা, ডিটেইলস পারসপেকটিভ আনার জন্য।’ ছিংহুয়া বিশ্ববিদ্যালয় গত বছর এক প্রতিবেদনে বলে, কৃত্রিম বৃদ্ধিমত্তার খাতে বিশ্বের সেরা পেশাজীবীদের মাত্র ৯ শতাংশ নারী।

চলতি কনফারেন্সে এআই সেক্টরে জেন্ডার বৈষম্য সমস্যার সমাধানের চিন্তাও চলছে। আগের অনুষ্ঠানগুলোতে দেখা গেছে নারীদের অংশগ্রহণ মাত্র ১০ শতাংশ। তাই এবারে এআই শিল্পে নারীর সংখ্যা বাড়াতে চলছে বিশেষ ক্যাম্পেইন। হুইফু পেমেন্ট নামে চীনের একটি ফিনটেক ফার্ম চালান হেলেন মু। তিনি বলেন,  ‘নিয়োগের সময় আমরা সকল প্রার্থীকে জেন্ডার নিরপেক্ষভাবে বিবেচনা করি তাদের দক্ষতার দিকে মনোযোগ দেই। এবং তাদের প্রতিভা প্রদর্শনের স্থান করে দেই।’

এ বছর ওয়ার্ল্ড এআই কনফারেন্সে স্থানীয় সরকার থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে যেন বিশ্ববিদ্যালয়গুলোর নারী শিক্ষার্থীরা তাদের এআই উদ্ভাবনগুলো প্রদর্শন করতে পারেন। নারীদের জন্য বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থাও রয়েছে। 

শান্তা মারিয়া